AIASL তে ১০৪৯টি শূন্যপদে নতুন নিয়োগ শুরু হয়েছে, AIASL Job Recruitment 2024

AIASL Job Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর। AIASL এর তরফ থেকে নতুন করে ১০৪৯ টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে যুবক যুবতীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AIASL Job Recruitment 2024

আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে স্টেট আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। AIASL Job Recruitment 2024

পদের নাম : এখানে নতুন করে Sr. Customer Service Executive, Customer Service Executive এ সমস্ত পদে নিয়োগ শুরু হয়েছে।

মোট শূন্যপদ : 1049টি।
Sr. Customer Service Executive – 343
Customer Service Executive – 706

বয়স সীমা : চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে 33 বছরের মধ্যে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে। বয়স বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিসটি ফলো করুন।

বেতন সীমা কত : এখানে আবেদন করার পরে চাকরি হলে প্রার্থীদের 28 হাজার 605 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে চাকরিপ্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী সকল চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত ভোট থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করে থাকতে হবে তাহলে এই পদ গুলিতে আবেদন নথিভুক্ত জানাতে পারবে।

আবেদন পদ্ধতি কিভাবে : চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনে। এই প্রতিবেদনের নিচে এপ্লাই করার লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবে।

আবেদনের শেষ তারিখ : আগামী ১৪ জুলাই ২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন।

NotificationDownload
Online ApplyClick Here
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment