Axis Bank Recruitment 2024 : সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুবর্ণ সুযোগ। অ্যাক্সিস ব্যাংক এ আবারো ২০২৪ সালে জেলা ভিত্তিক বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল বেকার যুবক-যুবতী প্রাইভেট ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি।
Axis Bank Recruitment 2024
Axis ব্যাঙ্কে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিতভাবে নিম্নে উল্লেখ করা হয়েছে। Axis Bank Recruitment 2024
পদের নাম কি কি :
- Data Entry Operator
- Banking Officer
- Executive Officer
- Bank Office executive
- KYC Verification
- Relationship Manager
- Branch Relationship Executive
মোট শূন্যপদ – এখানে ১৬৮ টি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে।
কুচবিহার | 6 |
বাঁকুড়া | 5 |
বীরভূম | 12 |
দক্ষিণ দিনাজপুর | 7 |
হুগলি | 6 |
ঝাড়গ্রাম | 5 |
কলকাতা | 11 |
জলপাইগুড়ি | 4 |
হাওড়া | 12 |
মুর্শিদাবাদ | 10 |
নদিয়া | 8 |
উত্তর ২৪ পরগনা | 8 |
পশ্চিম বর্ধমান | 11 |
পশ্চিম মেদিনীপুর | 15 |
পূর্ব বর্ধমান | 8 |
পুরুলিয়া | 7 |
দক্ষিণ ২৪ পরগনা | 12 |
উত্তর দিনাজপুর | 9 |
মালদা | 12 |
বয়স সীমা কত : সকল চাকরি প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সে ছাড় থাকে সেভাবে ছাড় থাকবে।
বেতন সীমা কত : আবেদন করার পরে প্রতিমাসে বেতন ১৪ হাজার ৮০০ টাকা থেকে ২৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে এই প্রাইভেট চাকরিতে।
যোগ্যতা বিষয় : এখানে যুবক-যুবতীদের ন্যূনতম যে কোন স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ(12th) করে থাকলে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এর পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও পদ অনুযায়ী আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি : চাকরি প্রার্থীদের দুটি ধাপে আবেদন করতে পারবেন। অনলাইনে অথবা অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া মোবাইল নম্বর ও ইমেইল আইডিতে সরাসরি যোগাযোগ করে আবেদন করতে পারবেন।
Mobile – 9038312253 or 8336998030
E-mail I’d- bank.hrdept@gmail.com
নিয়োগ প্রক্রিয়া : কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই অ্যাক্সিস ব্যাঙ্ক এ ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। সুবর্ণ সুযোগ রয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য।
ইন্টারভিউ এর তারিখ : ইন্টারভিউ কবে কোথায় এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিষয় উপড়ে দেওয়া মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে সরাসরি যোগাযোগ করতে পারেন।
গুরুত্বপূর্ণ তথ্য : উপরের সমস্ত চাকরির তথ্যগুলি শুধুমাত্র ncs.gov.in ওয়েবসাইটে খবর অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্য প্রয়োজন নেই। আবেদন করার পূর্বে মনোযোগ সহকারে বিষয়গুলি দেখে তারপরে আবেদন করবেন।
Apply Online | Click Here |
নতুন চাকরি খবর | Click Here |