অ্যাক্সিস ব্যাংকে ১২০+ শূন্যপদে কর্মী নিয়োগ | Axis Bank Recruitment 2024

Axis Bank Recruitment 2024 – সরকারি চাকরি পেতে খুবই কষ্টকর। তাই সরকারি চাকরির কথা চিন্তার না করে প্রাইভেট চাকরির সুযোগ রয়েছে। প্রাইভেট চাকরি করে বেকারত্ব অনেক কমে গিয়েছে, তাই আর দেরি না করে আপনারাও প্রাইভেট ব্যাঙ্কের চাকরি করার জন্য আজকের এই প্রতিবেদন। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Axis Bank ১২০+ শূন্যপদে অনলাইনে আবেদন চলছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সন্ধান দিয়ে থাকবো এবং আপনারা চেষ্টা করতেই থাকুন। ঠিক একদিন আপনাদের আশা পূর্ণ হবে। তাহলে শুরুতে Axis Bank আবেদন করতে পারি। Axis Bank Recruitment 2024

পদের নাম ও শূন্যপদ
১) Axis Bank নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর, ব্যাংক অফিস সহকারি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্যাংক অফিস এক্সিকিউটি ইত্যাদি এই পদ গুলিতে নিয়োগ শুরু হয়েছে।
২) এখানে মোট ১২০+ শূন্যপদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করার আগে অবশ্যই নোটিশ ডাউনলোড করে দেখুন।

যােগ্যতা (Eligibility) : উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ
বয়সসীমা (Age Limit) : ১৮ বছর থেকে ৩২ বছর
মাসিক বেতন (Salary) : ১৬,৭০০ টাকা থেকে ২২,৩০০ টাকা

জেলার তালিকাশূন্যপদ
বাঁকুড়া
বীরভূম১২
কোচবিহার
দক্ষিণ দিনাজপুর
দার্জিলিং
হুগলি১৮
হাওড়া১২
জলপাইগুড়ি১৬
ঝাড়গ্রাম১০
কলকাতা
মালদা১৩
মুর্শিদাবাদ১৪
নদীয়া
উত্তর 24 পরগনা
পশ্চিম বর্ধমান১২
পশ্চিম মেদিনীপুর১৩
পূর্ব বর্ধমান১৯
পুরুলিয়া১০
দক্ষিণ ২৪ পরগনা
উত্তর দিনাজপুর১২

নিয়োগ প্রক্রিয়া – চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে প্রার্থীদের নিয়োগ করা হবে। আরো বিস্তারিত জানার জন্য প্রতিবেদনের নিচে থাকা ইমেইল আইডি এবং মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

আবেদন পদ্ধতি – চাকরি প্রার্থীরা খুব সহজে এই (www.ncs.gov.in) অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা। নিচের হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেইল আইডিতে আপনাদের সিভি জমা দিতে পারেন।

Whatsapp: +91 9038312253
corporate.hr011@gmail.com

প্রয়োজনীয় ডকুমেন্ট :

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো। (বিগত তিন মাসের মধ্যে তোলা)

ইন্টারভিউয়ের সময় – সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন।
তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না।

আবেদন ফি – চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট পদে কোন রকম আবেদন মূল্য নেই। বিনামূল্যে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ শুরু হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য – Asix ব্যাঙ্ক এর চাকরির সম্পূর্ণ তথ্য আমরা www.ncs.gov.in ওয়েবসাইট থেকে তথ্য পেয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আবেদন করার পূর্বে যাচাই করে নিজের দায়িত্বে বুঝে শুনে আবেদন করবেন চাকরিপ্রার্থীরা।

Website LinkClick Here
Online applyClick Here

 

Leave a Comment