গ্রাম পঞ্চায়েত দফতরে 6570টি শূন্যপদে অনলাইনে আবেদন শুরু, BGSYS Online Appy Process 2024

BGSYS Online Appy Process 2024 : চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। গ্রাম পঞ্চায়েত দফতরে ৬৫৭০ টি শূন্যপদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এখানে গ্রাম স্বরাজ যোজনায় এর পক্ষ থেকে নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতীয় নাগরিকথা পশ্চিমবঙ্গের যেকোনো এলাকা থেকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BGSYS Online Appy Process 2024

আবেদনের শেষ তারিখ : আগামী ২৯/০৫/২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার পূর্বে আবেদনের সমস্ত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে দেখে আবেদন করুন। BGSYS Online Appy Process 2024

চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। বেতন ও বয়স সীমা কি থাকবে। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে আজকের এই ছোট্ট একটি প্রতিবেদনে।

মোট শূন্যপদ : এখানে মোট 6570 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে পুরুষ ও মহিলা প্রার্থীদের শূন্য পদ ভাগ করে দেওয়া হয়েছে।
মহিলা শূন্যপদ – UR-575, EWS – 230, BC – 414, EBC, 575, SC- 460, ST – 46 মোট 2300 মহিলা প্রার্থী শূন্যপদ।

পুরুষ শূন্যপদ – UR – 1068, EWS – 427, BC – 769, EBC – 1068, SC – 853, ST – 85 এখানে মোট পুরুষ শূন্যপদ রয়েছে 4270 টি। প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ গুলি ভাগ করা হয়েছে।

বয়স সীমা : চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় উল্লেখ করা হয়েছে। যেমন SC,ST প্রার্থীদের 5 বছর। OBC প্রার্থীদের 3 বছর ইত্যাদি।

নিয়োগ প্রক্রিয়া : চাকরি পেলাতিদের আবেদন নথিভুক্ত হওয়ার পরে এখানে কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যোগ্যতা বিষয়ে আরো বিস্তারিত জানার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি : আগ্রহীযোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা এই প্রতিবেদনের নিচে এপ্লাইলিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সর্বপ্রথম ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আবেদন শুরু করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে প্রার্থীদের লগইন করে বাকি ফরমটি নির্ভুলভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সর্বশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে।

পদের নাম : গ্রাম স্বরাজ যোজনায় অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার আগেই অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বেচেলার ডিগ্রী পাস করে থাকতে হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার অপশন রয়েছে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন শিক্ষাগত বিষয়ে।

BGSYS Online Appy Process 2024

গুরুত্বপূর্ণ তথ্য : উপরের চাকরির তথ্যগুলি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। বিহার গ্রাম স্বরাজ যোজনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা আপনাদের পৌঁছে দিয়েছি। আমরা কোন সরকারি চাকরি দিয়ে থাকি না, শুধুমাত্র সরকারি চাকরির খবরগুলি কালেক্ট করে আপনাদের এই ওয়েবসাইট এর মাধ্যমে খবর দেওয়ার চেষ্টা করি। তাই আবেদন করার পূর্বে সমস্ত তথ্য ভালো করে যাচাই করে তারপরে নিজের দায়িত্বে যে কোন চাকরিতে সরাসরি আবেদন নথিভুক্ত জানাতে পারবেন।

NotificationDownload
Online ApplyClick Here
টেলিগ্রাম গ্রুপJoin Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment