BDO অফিসে চাকরি মিড ডে মিল প্রোগ্রামে, বেতন 11 হাজার টাকা, Block Level Job Recruitment 2024

Block Level Job Recruitment 2024 – পশ্চিমবঙ্গে চাকরির প্রার্থীদের জন্য সুখবর। বিডিও অফিসে নতুন করে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রতিবেদনটি ভালো করে পড়ুন। Block Level Job Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিডিও অফিসে মিড ডে মিল প্রোগ্রামে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য বয়স, বেতন, আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে। Block Level Job Recruitment 2024

পদের নাম = বিডিও অফিসে নতুন করে Block Level Assistant Accountant পদে আবেদন শুরু হয়েছে।

ইন্টারভিউয়ের তারিখ = যোগ্য ও সঠিক প্রার্থীদের ২৩/০৩/২০২৪ তারিখে সকাল ১১ টায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

আবেদন পদ্ধতি = চাকরিপ্রার্থীদের আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে ইন্টারভিউয়ের স্থানে সরাসরি উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস =

  1. ভোটের কার্ড অথবা আধার কার্ড
  2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  3. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  4. নিজের একটি বায়োডাটা
  5. দু কপি ফটো
  6. PPO সার্টিফিকেট
  7. আরোও অন্যান্য

মাসিক বেতন = বিডিও অফিসে মিড ডে মিল প্রকল্পে চাকরি হলে প্রতি মাসে ১১,০০০/- হাজার টাকা বেতন দেওয়া হবে চাকরি প্রার্থীদের।

বয়স সীমা = চাকরিপ্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের নিচে হতে হবে। বয়স বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

শিক্ষাগত যোগ্যতা = এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের 5 বছরের অ্যাকাউন্টেন্ট কাজের অভিজ্ঞতা সহ এবং এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে তাহলে আবেদনযোগ্য।

NotificationDownload
Whatsapp LinkClick Here

Leave a Comment