BSNL Recruitment 2024 Notification Out – ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর তরফে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন জানাতে পারবে ছেলে-মেয়ে উভয়েই। আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে ভুলবেন না। BSNL Recruitment 2024 Notification Out
BSNL অফিসে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কি লাগবে। বেতন পরিকাঠামো কি রয়েছে। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে।
পদের নাম = BSNL অফিসে নতুন করে Sr. Executive Trainee পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ = এখানে মোট ৫৫৮ টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে।
1) Telecom – 450টি
2) Finance – 84টি
3) Civil – 13টি
4) Electrical -1 1টি
Total Vacancy -558 টি
বয়স সীমা = আবেদন করার জন্য বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। SC,ST,OBC প্রার্থীদের বয়স ছাড় রয়েছে।
বেতন সীমা = চাকরি প্রার্থীদের প্রতি মাসে ২৪,৯০০/- টাকা থেকে ৫০,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা = এখানে যোগ্য ও সঠিক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন রকম পোস্টে নিয়োগ শুরু হয়েছে, তাই আলাদা আলাদা পোস্টে আলাদা রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে। প্রতিটি পোস্টে শিক্ষাগত যোগ্যতা দেখার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।
আবেদন পদ্ধতি = চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য নিচে দেওয়া বিজ্ঞপ্তিটির সঠিকভাবে পড়ে বুঝে নিজের দায়িত্বে আবেদন করবেন। এছাড়া প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এই ওয়েবসাইট ফলো করে রাখতে পারেন।
Notification Pdf | Download |
Website Link | Click Here |