ক্যালকাটা ইউনিভার্সিটি তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, Calcutta University Job Recruitment 2024

Calcutta University Job Recruitment 2024 – পশ্চিমবঙ্গে চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার আগেই এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে বুঝিয়ে দেওয়া হয়েছে। Calcutta University Job Recruitment 2024

পদের নাম কি
১) এখানে নতুন করে Senior Research Fellow পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে।

বেতন ও বয়স কত
১) ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে পোস্টে নিয়োগ শুরু হয়েছে তাতে মাসিক বেতন ৩৫,০০০/- হাজার টাকার বেশি থাকবে শুরুতে।
২) আবেদন করার জন্য প্রার্থীর বয়স বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে দেখুন।

শিক্ষাগত যোগ্যতা
১) আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে যোগ্যতা বিষয়গুলি দেখে নিয়ে আবেদন করুন।

নিয়োগ প্রক্রিয়া
১) কলকাতা বিশ্ববিদ্যালয় সিনিয়র রিসার্চ ফলো পদে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে। এছাড়াও শিক্ষাগতার উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি
১) চাকরিপ্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম আবেদন নথিভুক্ত করতে হবে না।
২) সরাসরি ইন্টারভিউয়ের দিন দুপুর ২:৩০ মিনিটে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে একটি বায়োডাটা তৈরি করে ইন্টারভিউ এর স্থানে উপস্থিত হতে হবে নির্দিষ্ট সময়ের আগে।
৩) ইন্টারভিউ শুরু হবে আগামী ১৫ই মে, ২০২৪ তারিখ।

ইন্টারভিউ এর ঠিকানা – A. N. DAW MEETING ROOM, FIRST FLOOR, SISrR MITRA BHAVAN, INSTlTUE OF RADIO PHYSICS AND ELECTRONICS, UNIVERSITY OF CALCUTTA, 92 A CHARY A PRAFULLA CHANDRA ROAD, KOLKAT A 700009, WEST BENGAL, INDIA

Calcutta University Job Recruitment 2024

Calcutta University Job Recruitment 2024

NotificationDownload
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment