কলেজে অনার্স মিলবে, না পাশ কোর্সে কত নম্বর লাগবে, College Admission Honours and Pass Course 2024

College Admission Honours and Pass Course 2024 : পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। এরপরে শুরু হবে কলেজে ভর্তি। কলেজে ভর্তি হওয়ার সময় কেউ অনার্স এবং কেউ পাস করছে ভর্তি হবে। কোন কলেজে কত নম্বরের মধ্যে অনাস মিলবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

College Admission Honours and Pass Course 2024

উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্র-ছাত্রীদের নতুন কলেজে ভর্তি হওয়ার সময় মার্কশিটে কত নম্বর পেয়েছে সে নম্বর অনুযায়ী ছাত্র-ছাত্রীদের অনার্সে চান্স পাবে কি পাবে না। বা কোন সাবজেক্ট নিয়ে পড়তে গেলে কম নম্বরে অনার্স পাওয়া যাবে। College Admission Honours and Pass Course 2024

প্রত্যেকটি কলেজে একই নিয়ম থাকেনা তাই অনলাইনে কলেজে ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রীদের সাবজেক্ট বেছে নিতে হবে। বর্তমান কলেজে অনার্স পেতে গেলে ৬০% নম্বর থাকতে হবে। এর পাশাপাশি সাবজেক্ট অনুযায়ী এবং এখানে অনার্স মিলে। কোন কোন সাবজেক্ট রয়েছে গড় পার্সেন্টেজ করে ৭০+ লাগে।

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য আগে দেখুন কত নম্বর পেয়েছেন। অনার্স পেতে গেলে বেশি নম্বরে প্রয়োজন হবে। অনলাইনে ভর্তি হওয়ার সময় সাবজেক্ট অনুযায়ী অনার্সে আবেদন করতে পারবেন। ২০২৪ সালে কলেজে ভর্তি হতে গেলে সমস্ত বিষয়ে আগে জানতে হবে।

পশ্চিমবঙ্গে অনেক কলেজ রয়েছে কিন্তু প্রতিটি কলেজ থেকে অনার্সে ভর্তি হওয়ার সময় একটা লিস্ট প্রকাশিত হয় সেই লিস্ট অনুযায়ী ছাত্র-ছাত্রীরা সাবজেক্ট গুলি বেছে নিতে পারে। এবং কত নম্বর পেলে কোন সাবজেক্টে অনার্স পাওয়া যাবে এর পাশাপাশি লিস্ট প্রকাশিত হয় প্রতিটি কলেজের ওয়েবসাইটের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তথ্য – কলেজে ভর্তি হওয়ার আগে যে কলেজে ভর্তি হবেন সে কলেজের ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে ভর্তি হওয়ার আগে ওয়েবসাইটে নতুন একটা লিস্ট প্রকাশিত করে সরকারি কলেজ থেকে। সেই লিস্টটি ভালো করে মনোযোগ সহকারে পড়ে বুঝে নিজের নম্বর অনুযায়ী অনার্স পাবেন কি পাবে না সেখান থেকে সঠিকভাবে জানা যাবে।

টেলিগ্রাম গ্রুপJoin Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment