সপ্তম ও মাধ্যমিক পাশে গ্রুপ D নিয়োগ শুরু, CSL Group D Recruitment 2024

CSL Group D Recruitment 2024 : চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। Cochin Shipyard Limited (CSL) এর তরফে নতুন করে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন এলাকা থেকে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি গ্রুপ ডি পদে আবেদন করে ফেলুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

CSL Group D Recruitment 2024

CSL গ্রুপ ডি পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। বয়স ও বেতন সীমা কি থাকবে। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। CSL Group D Recruitment 2024

পদের নাম : এখানে নতুন করে গ্রুপ ডি পদে জেনারেল ওয়ার্কার (General Worker) কর্মী নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে আবেদন করুন এবং আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিসটি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীদের এখানে সপ্তম শ্রেণি যোগ্যতা পাশ করে থাকলেই আবেদন নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যেকোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন ন্যূনতম সপ্তম শ্রেণীর পাশ রাখা হয়েছে।

বয়স সীমা : এখানে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 22/05/2024 তারিখ অনুযায়ী। এর পাশাপাশি SC, ST, OBC চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উল্লেখ করা হয়েছে।

বেতন সীমা : আবেদন করার পরে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতিমাসে এখানে 20,200/- টাকা শুরুতে বেতন দেওয়া হবে। এরপরে চাকরিপ্রার্থীদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি পাবে। বেতন বিষয়ে আরো বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে।

CSL Group D Recruitment 2024
CSL Group D Recruitment 2024

নিয়োগ প্রক্রিয়া : ১) চাকরিপ্রার্থীদের এখানে সর্বপ্রথম ২০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২) এরপর প্রাকটিক্যাল টেস্ট নেওয়া হবে ৮০ নম্বরের। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। নিয়োগ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি ফলো করুন।

আবেদন পদ্ধতি : আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম অফিসার ওয়েবসাইট ভিজিট করে ক্যারিয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপর Read More অপশনে ক্লিক করতে হবে। তারপর ওয়ান টাইম রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আবেদন নথিভুক্ত করতে হবে।

কত নম্বরে পাশ করবেন : লিখিত পরীক্ষা ও প্র্যাকটিকাল টেস্টে Ews প্রার্থীদের ৫০% নম্বর তুলতে হবে। OBC প্রার্থীদের ৪৫% নম্বর তুললে পাস করবেন। ভালো সুযোগ রয়েছে কম শিক্ষাগত যোগ্যতায় চাকরি পাওয়া।

আবেদনের শেষ তারিখ : আবেদন শুরু হয়েছে আগামী ৮ই মে, ২০২৪ তারিখে। আবেদন শেষ হবে ২২শে মে, ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

CSL Group D Recruitment 2024

NotificationDownload
Online ApplyClick Here
টেলিগ্রাম গ্রুপJoin Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment