Data Entry Operator Job Vacancy 2024 – বহু অপেক্ষার পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেমন ডাটা এন্ট্রি অপরেটার, চৌকিদার, সুইপার, সাফাই কর্মচারী এ সমস্ত পদে আবেদন শুরু হয়েছে। আবেদন করার জন্য প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
ডাটা এন্ট্রি অপারেটর পদে কিভাবে আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে! বয়স সীমা কি রয়েছে! বেতন পরিকাঠামো কি থাকবে! আবেদন পদ্ধতি কিভাবে! নিয়োগ প্রক্রিয়ার সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে। Data Entry Operator Job Vacancy 2024
পদের নাম ও শূন্যপদ
১) এখানে নতুন করে Book Binder, Data Entry Operator, Sweeper/ Safai Karmachari, Chowkidar, Driver এ সমস্ত পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
২) মোট ৪০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়ুন।
বয়স সীমা ও বেতন
১) সকল চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
২) এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা রকম বেতন উল্লেখ করা হয়েছে তাই আপনাদের সুবিধার জন্য নিচে পোস্ট অনুযায়ী বেতন উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন |
Book Binde | ২৫,৫০০ – ৮১,১০০/- টাকা |
Data Entry Operator | ২৫,৫০০ – ৮১,১০০/- টাকা |
Sweeper/ Safai Karmachari | ২১,৭০০ – ৬৯,১০০/- টাকা |
Chowkidar | ২১,৭০০ – ৬৯,১০০/- টাকা |
Driver/Staff Car Driver | ২৫,৫০০ – ৮১,১০০/- টাকা |
শিক্ষাগত যোগ্যতা দেখুন
Data Entry Operator – এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ। এছাড়াও প্রার্থীদের আইটিআই কিংবা কম্পিউটার ফিল্ডে সার্টিফিকেট থাকতে হবে এবং কোর্স পাশ করা লাগবে।
Book Binder – আবেদন করার জন্য প্রার্থীর যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। Book Binder অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীদের তাহলে আবেদনযোগ্য।
Sweeper/Safai Karmachari – এই পদে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এই পদ গুলিতে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই।
Chowkidar – চৌকিদার পদে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। চৌকিদার পদে কোনরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রার্থীদের।
Driver/Staff Car Driver – সকল চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদন পদ্ধতি দেখুন
১) সকল আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত জানাতে হবে। ২) সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। ৩) এরপর রেজিস্ট্রেশন কমপ্লিট করে বাকি ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে ডকুমেন্টস স্ক্যান করে ফটো সহ আপলোড করতে হবে। ৪) সবার শেষে ফর্মটি যাচাই করে সাবমিট করতে হবে। ৫) তারপর আবেদন পত্রটি একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তীকালে কাজে লাগবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ১৮ই এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজেই অনলাইন এর মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন।
Website Link | Click Here |
Notification | Download |
Apply Online | Click Here |