রাজ্যে শিশু বিভাগে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, District Child Protection Unit Job 2024

District Child Protection Unit Job 2024 – পশ্চিমবঙ্গে শিশু দপ্তরে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী শিশু দপ্তরে বিভাগে আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন দেখুন বিস্তারিত তথ্য নিচে। District Child Protection Unit Job 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিশু দপ্তরে আবেদন করার জন্য প্রার্থীর বয়স, বেতন, আবেদন পদ্ধতি সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ নীচে উল্লেখ করা হয়েছে। District Child Protection Unit Job 2024

পদের নাম = শিশু দপ্তরে নতুন করে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, হাউস মাদার, প্যারামেডিকেল স্টাফ পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা = এখানে হাউস মাদার ও প্যারামেডিকেল স্টাফ পদে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে।

বেতন সীমা = চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে বেতন ২৩,১৭০/- টাকা। প্যারামেডিকেল স্টাফ পদে ১২,০০০/- টাকা। হাউস মাদার পদে প্রতি মাসে ১৪,৫৬৪ টাকা বেতন দেওয়া হবে।

বয়স সীমা = প্রতিটি পোষ্টের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি = এখানে যে সমস্ত প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই অফলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে ফিলাপ করে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডকুমেন্টস আবেদনপত্রের সাথে যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে ড্রপবক্সে সরাসরি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ – আগামী ৭ ই মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আবেদনপত্র পাঠানোর ঠিকানা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Notification PdfClick Here
Whatsapp LinkClick Here

Leave a Comment