District Court Job Apply Process 2024 – পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। জেলা আদালতের তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক পাস ডিগ্রী পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
District Court Job Apply Process 2024
জেলা আদালতে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদান করবেন। আবেদন করার জন্য কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে। বেতন সীমা কত থাকবে। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। District Court Job Apply Process 2024
পদের নাম কি কি – এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি পদের নাম নিম্নে উল্লেখ করা হয়েছে।
⇒ UDC (Group B)
⇒ LDC (Group C)
⇒ English Stenographer
⇒ Process Server
⇒ Group -D
বয়স সীমা (Age Limit) – সকল চাকরিপ্রার্থীদের বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। SC,ST,OBC চাকরি প্রার্থীদেরযেভাবে বয়সে ছাড় থাকে সেভাবে ছাড় দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বেতন সীমা (Salary) – আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন ২১,০০০/- হাজার টাকা থেকে ৫৪,০০০/- হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে। এছাড়া বিভিন্ন পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষাগত যোগ্যতা – প্রতিটি পদের ক্ষেত্রে এখানে ভিন্ন ভিন্ন যোগ্যতা উল্লেখ করা হয়েছে। তাই আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে নিন কোন পদে কি যোগ্যতা রয়েছে।
আবেদন পদ্ধতি – চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে। এই প্রতিবেদনের নিচে এপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি চাকরিপ্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন।
আবেদন শেষ তারিখ – আগামী ১৫/০৮/২০২৪ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে জেলা আদালতে বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন।
Notification | Download |
Apply Link | Click Here |
নতুন চাকরি খবর | Click Here |