গ্রামীণ ডাক সেবক নিয়োগ 30,000+ শূন্য পদে নিয়োগ, GDS New Job Recruitment 2024

GDS New Job Recruitment 2024 : সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 30 হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রতিবেদনটি ভালো করে পড়ে আবেদন করবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

GDS New Job Recruitment 2024

ইন্ডিয়া পোস্টে কোন কোন পদে আবেদন করবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়ার সহ বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে। GDS New Job Recruitment 2024

পদের নাম : এখানে নতুন করে ১) Gramin Dak Sevak (GDS) ২) Branch Postmaster (BPM) ৩) Assistant Branch Postmaster (ABPM) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ – ৩০,০০০+টি।

বেতন সীমা কত হয়েছে:
১) গ্রামীণ ডাক সেবক (GDS) পদে চাকরি হলে প্রতি মাসে ১২০০০ টাকা থেকে ১৬০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

২) ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) পদে চাকরি হলে প্রতিমাসে ১২ হাজার টাকা থেকে ১৬,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স সীমা : গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারিভাবে বয়সের ছাড় থাকবে।

শিক্ষাগত যোগ্যতা : চাকরি প্রার্থীদের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রী করে থাকতে হবে। এর পাশাপাশি কোনরকম কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। সুবর্ণ সুযোগ রয়েছে মাধ্যমিক পাশে।

GDS New Job Recruitment 2024

আবেদন পদ্ধতি : আগ্রহী সকল চাকরিপ্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে। এই প্রতিবেদন নিচে সম্পূর্ণ বিজ্ঞপ্তি স্ক্রিনশটে উল্লেখ করা হয়েছে মনোযোগ সহকারে দেখুন।

Website LinkClick Here
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment