Gram Swaraj Yojna Job Recruitment 2024 – সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে সুখবর। গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি (GSYS) দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে মোট ৬,৫৭০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।
GSYS দপ্তরে কিভাবে আবেদন করবেন! শিক্ষাগত যোগ্যতা কি লাগবে! বয়স সীমা কি রয়েছে! মোট শূন্যপদ কত! আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ নিম্নে আলোচনা করা হয়েছে। Gram Swaraj Yojna Job Recruitment 2024
মোট শূন্যপদ কত
১) গ্রাম স্বরাজ যোজনায় ৬,৫৭০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। তারমধ্যে পুরুষ প্রার্থীদের ৪,২৭০ টি শূন্যপদ। মহিলা প্রার্থীদের ২,৩০০ টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে।
বয়স ও বেতন সীমা কত
১) চাকরি প্রার্থীদের বয়স ও বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স ও ভালো পরিমাণে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com/M.Com/ CA ডিগ্রী পাস করে থাকতে হবে তাহলে আবেদন জানাতে পারবেন। যোগ্যতা বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনে। ১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন এর কাজ কমপ্লিট করতে হবে। ২) এরপর বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিলাপ করে একবার যাচাই করতে হবে। ৩) সর্বশেষে প্রয়োজনীয় ডকুমেন্টস সাইজ মতো স্ক্যান করে ফটো সহ আপলোড করতে হবে। ৪) তারপর সাবমিট করে, আবেদনপত্র একটি প্রিন্ট আউট রেখে দিবে।
নিয়োগ প্রক্রিয়া কিভাবে
১) আবেদন সম্পূর্ণ হওয়ার পরে প্রথমে চাকরি প্রার্থীদের কম্পিউটার(CBT) ভিত্তিক একটি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় পাশ করা যোগ্য প্রার্থীদের গ্রাম স্বরাজ যোজনায় নিযুক্ত করা হবে।
পদের নাম কি
১) GSYS দপ্তরে Accountant Cum IT Assistant পদে নিয়োগ শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ
আগামী ১৪ ই মে, ২০২৪ তারিখ পর্যন্ত ও চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ সংস্থা – বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটিতে নিয়োগ হবে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে বুঝে আবেদন করবেন গ্রাম স্বরাজ যোজনা সোসাইটিতে।
Website Link | Click Here |
Notification | Download |