জলের ট্যাঙ্কির কাজ করার জন্য কিভাবে আবেদন করবেন, Jal Jeevan Mission Online Appy Process 2024

Jal Jeevan Mission Online Appy Process 2024 : কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত চাকরির প্রার্থীর জন্য রয়েছে নতুন খুশির খবর। জল জীবন মিশন প্রকল্পে বাড়িতে বসে কিভাবে নিজের মোবাইলে অনলাইনে আবেদন করবেন। আজকের প্রতিবেদনটি তাদের জন্য রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন, বিস্তারিত তথ্য নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jal Jeevan Mission Online Appy Process 2024

আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস : সর্বপ্রথমে নিজের পাসপোর্ট সাইজের ফটো, বায়োডাটা (CV), ভোটের কার্ড অথবা আধার কার্ড, নিজের মোবাইল নম্বর, ইমেইল আইডি , শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ডকুমেন্টস নিয়ে আবেদনের জন্য বসতে হবে। Jal Jeevan Mission Online Appy Process 2024

আবেদন পদ্ধতি দেখুন :
১) সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা এই প্রতিবেদনের নিচে এপ্লাই(Apply) লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করলে হবে।
২) এরপর স্কিনে আবেদন ফর্মটি ওপেন হবে। সবার শুরুতে চাকরিপ্রার্থীকে Individual অপশনে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে।
৩) এরপর নিজের নাম, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, নিজের ঠিকানা, সঠিক মোবাইল নম্বর, নিজের ইমেইল আইডি, দিয়ে সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে হবে।
৪) চাকরিপ্রার্থীদের যদি আগে থেকে কোন অভিজ্ঞতা থাকে জল জীবন মিশন প্রকল্পে তাহলে সেটা উল্লেখ করে দিবে। অভিজ্ঞতা থাকলে Yes করবে এবং না থাকলে No ক্লিক করে রাখতে হবে।
৫) সবার শেষে নিজের বায়োডাটা ও আধার কার্ড সাইজ মত আপলোড করে নিতে হবে।
৬) এরপর Enter Text বসিয়ে নিচের সাবমিট (Submit)অপশনে ক্লিক করলে আবেদন এর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে।

Jal Jeevan Mission Online Appy Process 2024

জল জীবন মিশন প্রকল্পে শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে পারবেন। এখানে কোনরকম আবেদন করার পরেই এপ্লিকেশন ফর্ম বের হবে না। সাবমিট করার পরে শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট অথবা সাবমিট দেখাবে।

নিয়োগ প্রক্রিয়া : এখানে কিভাবে নিয়োগ করা হবে সে বিষয়ে চাকরিপ্রার্থীদের কোনো রকম ধারণা নেই। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন এক সময় নিজের মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে ইন্টারভিউ অথবা কোন ডকুমেন্টস যদি তাদের লাগে তাহলে যোগাযোগ করবে।

কবে থেকে নিয়োগ করবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট শুধু অনলাইনে আবেদন চলছে। তাই চাকরি প্রার্থীদের জানাবো সর্বপ্রথম আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে রাখুন এবং পরবর্তীকালে কোন আপডেট যদি আসে তাহলে অবশ্যই আমরা আপনাদের সঠিক সময়ে এই ওয়েবসাইটের মাধ্যমে পৌঁছে দিব।

Apply LinkClick Here
টেলিগ্রাম গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment