বিজ্ঞপ্তি: রাজ্যে এবার চাকরির প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে প্রচুর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি কি ডিফেন্স এর চাকরির জন্য আগ্রহী, তাহলে আমাদের প্রতিবেদনটি ভালো করে পড়ে আবেদন করুন। যেকোনো চাকরির জন্য আমরা প্রতিনিয়ত এই প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। রাজ্যের ২৩ টি জেলা থেকে আবেদন করতে পারবেন।Lower Division Clerk Job 2024 .
শুন্য পদ:
১৯৮ টি মোট শুন্য পদ রয়েছে। ন্যূনতম যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন।
আবেদন ব্যক্তির বয়সসীমা:
এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম বয়সসীমা চাওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নেবেন।
শূন্য পদের নাম:
১. লোয়ার ডিভিশন ক্লার্ক
২. স্ট্রেনোগ্রাফার গ্রেড -২
৩. Draughtsman
৪. সিনেমা প্রজেকশন-২
৫. কুক
৬. ফায়ারম্যান
৭. Ta -Baker &Confectioner
৮. TA- সাইকেল রিপিয়ার
৯.TA– বুট রিপেয়ার
১০.মাল্টি টেক্সিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং(MTS-O&T)
মাসিক পারিশ্রমিক বেতন:
লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত। বাকি আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা বেতন ধার্য করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদিনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। ভিন্ন ভিন্ন পোস্টার জন্য বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। অফিসিয়াল নোটিসে দেখে নিবেন।
আবেদন পদ্ধতি:
আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে করতে হবে। নিচে অফিসিয়াল লিংক দেওয়া রয়েছে , সেই লিংকে ক্লিক করে আবেদন জানাতে হবে।
আবেদনের শেষ তারিখ:
২৮ এ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ আবেদনের শেষ সময়।
Official Notification: | Download |
Official Link Apply Online: | Apply Online |