MTS & DEO Job Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে নতুন করে খুশির খবর। যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। BECIL পক্ষ থেকে নতুন করে এক সঙ্গে ৩৯১ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার ব্লক থেকে ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন নথিভুক্ত করতে পারবেন
MTS & DEO Job Recruitment 2024
বিভিন্ন পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে। MTS & DEO Job Recruitment 2024
পদের নাম ও শূন্যপদ : এখানে নতুন করে 391টি শূন্যপদে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে প্রতিটি পদের নাম নিম্নে উল্লেখ করা হয়েছে।
- MTS -145
- DEO – 100
- PCM – 10
- EMT – 03
- Driver – 02
- MLT – 08
- PCC – 07
- Padiographer – 32
- Lab Attendant – 03
- Technologist (OT) – 37
- Research Assistant – 02
- Junior Hindi Translator – 01
- Assistant Dietician – 08
- Pharmacist – 15
- Phlebotomist – 05
- Ophthalmic Technician – 05
- Technical Assistant ENT – 02
- Jr. Physiotherapist – 03
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বয়স সীমা : প্রতিটি পদের ক্ষেত্রে বয়স উল্লেখ করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভয় বিষয়ে প্রতিটি পদের ক্ষেত্রে দেখে নিতে পারেন।
বেতন সীমা কত : ডাটা এন্ট্রি পদে চাকরি হলে প্রতি মাসে ২২,৫১৬/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শুরুতে। এছাড়াও এমটিএস পদে চাকরি হলে ১৮,৪৮৬/- টাকা শুরুতে বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে বেতন আলাদা রকম রয়েছে।
আবেদন পদ্ধতি : ১) সকল চাকরিপ্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে। ২) সর্বপ্রথম BECIL এ অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। ৩) এরপর বাকি ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। ৪) সম্পূর্ণ ফর্মটি ফিলাপ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। ৫) সর্বশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করে নিতে হবে এবং আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দিবেন।
নিয়োগ প্রক্রিয়া : চাকরিপ্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিশটি মনোযোগ সহকারে ফলো করতে হবে।
আবেদনের শেষ তারিখ : আগামী 19/06/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে পারবে।
Notification | Download |
নতুন চাকরির খবর | Click Here |