ভোটের মুখে ব্লকে ব্লকে নতুন চাকরি আবেদন শুরু, বেতন ১২,০০০/- টাকা, PBSSD Job Apply Prosess 2024

PBSSD Job Apply Prosess 2024 – পশ্চিমবঙ্গে ভোটের মুখে ব্লকে ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD) দপ্তরে নিয়োগ করা হবে। ব্লকে ব্লকে যে সমস্ত উৎকর্ষ বাংলা রয়েছে সেই সমস্ত অফিসে প্রার্থীদের নিয়োগ করা হবে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চুক্তিভিত্তিক এর মাধ্যমে ব্লকে ব্লকে নিয়োগ করা হবে। উৎকর্ষ বাংলার অধীনে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে! বেতন সীমা কি থাকবে! বয়স ও আবেদন পদ্ধতিরসহ বিস্তারিত তথ্য নিম্ন উল্লেখ করা হয়েছে। PBSSD Job Apply Prosess 2024

পদের নাম ও শূন্যপদ
১) এখানে নতুন করে Borough Level Staff enuivalen to Block Level Staff (BLS) এই পদে নিয়োগ করা হবে। এবং আবেদন শুরু হয়েছে অনলাইনে।

পদের নাম শূন্যপদ
Borough Level Staff১৬

বয়স সীমা ও বেতন সীমা
১) সকল চাকরি প্রার্থীদের বয়স ২৩ থেকে ৪৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বসের ছাড় দেওয়া হয়েছে।
২) ব্লকে চাকরি হওয়ার পরে প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০/- টাকা বেতন প্রদান করা হবে পারিশ্রমিক হিসাবে।

শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী যোগ্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের। আরো জানিয়েছে বাংলা পড়তে ও লেখতে সঠিকভাবে জানতে হবে।

নিয়োগ প্রক্রিয়া
চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার পরে যোগ্য প্রার্থীদের প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। এই দুটি পরীক্ষায় পাশ করার পরে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক পদ্ধতিতে নিযুক্ত করা হবে ব্লকে ব্লকে।

আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীদের সর্বপ্রথম PBSSD অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর অনলাইনে আবেদন ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে প্রার্থীর সিগনেচার ও ফটো আপলোড করে সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ
আগামী ৯ই মার্চ, ২০২৪ তারিখে আবেদন শুরু হয়েছে। ১৮ই এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে।

Website LinkClick Here
NotificationDownload

Leave a Comment