কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের Exam সিলেবাস দেখুন, RPF Constable Exam Syllabus 2024

RPF Constable Exam Syllabus 2024 – সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ। কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস অবশ্যই দরকার। তাই সঠিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে মোট ৪,৬৬০টি শুন্যপদে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Constabl & SI পরীক্ষার সিলেবাস এবং শারীরিক মাপজোক, রান, হাইট, আবেদন ফি, বিষয়ে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ নিচে আলোচনা করা হয়েছে।

RPF Constable Exam Syllabus 2024

Pattern & Exam Syllabus:
১) চাকরি প্রার্থীদের পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট। সেখানে মোট ১২০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে থাকবে।
২) কোন প্রার্থী যদি কোন প্রশ্ন ছেড়ে দিয়ে চলে আসে বা ফাঁকা রেখে তাহলে কোন নম্বর কাটা যাবে না।
৩) পরীক্ষার্থী এখানে নেগেটিভ মার্কিন রয়েছে। ভুল উত্তরের জন্য ১/৩ প্রার্থীদের এক নম্বর কাটানো হবে।

কত নম্বর তুললে পাশ করবেন
১) কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পরীক্ষায় UR,EWS,OBC,NCL এদের ক্ষেত্রে 35% নম্বর তুলতে হবে। SC,ST – দের ক্ষেত্রে 30% তুলতে হবে তাহলে কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পরীক্ষায় পাশ করবেন।

CBT Exam Syllabus:

Arithmetic35
General Intelligent and Reasoning35
General Awareness50
Total Number120

PET And PMT & DV:
১) ছেলেদের রান এবং মেয়েদের রান এছাড়াও ছেলেদের হাইট এবং মেয়েদের হাইট এ বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নে চার্টটিতে উল্লেখ করা হয়েছে।

RPF Constable Exam Syllabus 2024

নিয়োগ প্রক্রিয়া দেখুন
১) চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবে তাদের বাকি পরীক্ষার জন্য ডাকানো হবে। ২) এরপর শারীরিক দক্ষতা পরীক্ষা এবং শারীরিক পরিমাপ পরীক্ষা নেওয়া হবে। এই দুটি পরীক্ষায় সিলেট হওয়া প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে পাশ করার পরে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Whatsapp গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here
NotificationDownload

Leave a Comment