ভারতীয় রেলে নতুন Constable & SI নিয়োগ মোট শূন্যপদ ৪,৬৬০টি, RRB Constable And SI Recruitment 2024

RRB Constable And SI Recruitment 2024 – ভারতীয় রেলে নতুন করে ৪,৬৬০টি শুন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যে সমস্ত প্রার্থী রেলে কনস্টেবল ও SI পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট বড় সুখবর। মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে সমস্ত ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে সেটা নিচে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। RRB Constable And SI Recruitment 2024

পদের নাম ও শূন্যপদ
১) এখানে দুটি পদে নিয়োগ শুরু হয়েছে কনস্টেবল (Constable), সাব-ইন্সপেক্টর(Sub-inspector) এই দুটি পোস্টে অনলাইনে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে।
২) এখানে মোট 4,660 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
⇒ কনস্টেবল পদে – 4208টি শূন্যপদ।
⇒ সাব-ইন্সপেক্টর পদে – 452টি শূন্যপদ।

বয়স সীমা কত
১) Sub Inspector পদে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। Constable পদে বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। দুটি পদের ক্ষেত্রে বয়স ভিন্ন ভিন্ন রয়েছে। SC,ST,OBC প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বেতন সীমা কত
১) সাব ইন্সপেক্টর পদে প্রতিমাসে পে লভেল 6 অনুযায়ী ৩৫,৪০০/- টাকা প্রতি মাসে বেতন থাকবে। কনস্টেবল পদে পে লেভেল 3 অনুযায়ী ২১,৭০০/- টাকা প্রতি মাসে শুরুতে বেতন থাকবে। বেতন বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা
১) সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা Annexure -A ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও বিভিন্ন অপশন রয়েছে বিজ্ঞপ্তিতে দেখুন। ২) কনস্টেবল পদে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি
দুটি পদের ক্ষেত্রে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন করার জন্য আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনের নিচে Apply Link দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে চাকরি প্রার্থীরা সঠিকভাবে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া
চাকরিপ্রার্থীদের এখানে Computer Best Test, Physical Efficiency Test(PET), Physical Management Test(PMT), Documents Verification (DV), এই চারটি পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবে তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে।

আবেদন ফি

RRB Constable And SI Recruitment 2024

আবেদন শেষ তারিখ
১) দুটি পদের ক্ষেত্রে একই আবেদনের শেষ তারিখ রয়েছে। আগামী ১৪ই মে, ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে খুব সহজে আবেদন নথিভুক্ত করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক

SI নোটিশDownload
কনস্টেবল নোটিশDownload
Online applyClick Here
নতুন চাকরি খবরClick Here

Leave a Comment