Safai Karmachari Job Recruitment 2024 : সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন করে ৪৮৪টি শূন্যপদে কর্মচারী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে অথবা ব্লক থেকে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। তাহলে আর দেরি না করে আবেদন করে ফেলুন।
Safai Karmachari Job Recruitment 2024
সেন্ট্রাল ব্যাঙ্কিং সাফাই কর্মচারী পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে। Safai Karmachari Job Recruitment 2024
নিয়োগ কারী সংস্থা – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগ করা শুরু হয়েছে।
পদের নাম – সাফাই কর্মচার (Safai Karmachari)
মোট শূন্য পদ – ৪৮৪টি।
আবেদন শেষ তারিখ – ২৭/০৬/২০২৪
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীদের ন্যূনতম সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কোন রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়স সীমা : প্রার্থীর আবেদন করার জন্য বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। বিভিন্ন শ্রেণীর জন্য বয়সের ছাড় উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বেতন সীমা : এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সরকারিভাবে চাকরিপ্রার্থীদের ভালো পরিমাণে বেতন প্রদান করা হবে প্রতি মাসে। এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে চাকরিপ্রার্থীদের চাকরি হলে।
আবেদন পদ্ধতি কিভাবে : চাকরি প্রার্থীদের সম্পূর্ণ আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। ১) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা এই প্রতিবেদন নিচে এপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সবার আগে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আবেদন শুরু করতে হবে। ২) রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে পরবর্তীকালে অনলাইনে বাকি ফরমটি সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে এর পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে নিতে হবে। ৩) সর্বশেষে পুনরায় একবার ফর্মটি যাচাই করে সাবমিট করে এবং আবেদন ফি প্রদান করে আবেদনপুত্রের সম্পন্ন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বোত্তম প্রার্থীদের ৭০ নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। নিচে সিলেবাস উল্লেখ করা হয়েছে।
সাবজেক্ট ও নম্বর :
1) English language Knowledge – 10
2) General Awareness – 20
3) Elementary Arithmetic – 20
4) Psychometric Test – 20
মোট – ৭০ নম্বর।
আবেদন ফি :
SC/ST/PwBD প্রার্থীদের ১৭৫/- টাকা, বাকি সমস্ত প্রার্থীদের ৮৫০ টাকা ফি প্রদান করতে হবে অনলাইনে।
Online Apply | Click Here |
নতুন চাকরির খবর | Click Here |