সুবর্ণ সুযোগ আবারো আঁধার কার্ড দপ্তরে নতুন কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি, Uidai Office Job Recruitment 2024

Uidai Office Job Recruitment 2024 – সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। নতুন করে ২২/০৪/২০২৪ তারিখ আধার কার্ড দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করল। এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আধার কার্ড দপ্তরে কাজ করার জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড অফিসে চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য নিম্নে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য। Uidai Office Job Recruitment 2024

পদের নাম কি
১) আধার অফিসে নতুন করে হিসাব রক্ষক (Consultant Account) এই পদে নতুন নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে অফিসের নোটিশটি ভালো করে দেখে আবেদন করুন।

বেতন সীমা কত
১) আবেদন করার পরে চাকরিতে জয়েন করার পর প্রতি মাসে 40,000/- হাজার টাকা বেতন দেওয়া হবে পারিশ্রমিক হিসাবে।

বয়স সীমা কি রয়েছে
এখানে আবেদন করার জন্য সকল চাকরিপ্রার্থীদের বয়স বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনযোগ্য। বয়স বিষয়ে আর বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল নোটিশটি দেখুন।

আবেদন পদ্ধতি
১) সকল আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। ২) অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা বিজ্ঞপ্তি নিচে আবেদন পত্রটি রয়েছে। আবেদনপত্রটি প্রিন্ট-আউট করে নিয়ে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – to the Director (HR), Unique Identification Authority of India (UIDAI), 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State.

শিক্ষাগত যোগ্যতা
চাকরি প্রার্থীদের আধার কার্ড দপ্তরের অফিসে কাজ করার জন্য অবশ্যই কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।

আবেদনের শুরু ও শেষ তারিখ
১) আধার কার্ড অফিসে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে ২২শে এপ্রিল ২০২৪ তারিখ।
২) এখানে আবেদন করতে পারবেন আগামী ২২শে মে, ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদন করার পূর্বে সমস্ত কিছু ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন।

NotificationDownload
টেলিগ্রাম গ্রুপJoin Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now

Leave a Comment