মাধ্যমিক পাশ করে থাকলেই 10 থেকে 12 হাজার টাকা, WB 10th Pass Scholarship 2024

WB 10th Pass Scholarship 2024 : পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। একসঙ্গে 5টি স্কলারশিপ রয়েছে মাধ্যমিক পাস করার পরে। মাধ্যমিকের ফলাফল ২০২৪ এ প্রকাশিত হয়েছে এবং নতুন করে স্কলারশীপের আবেদন শুরু হয়েছে। তাহলে মাধ্যমিকের পর পড়াশুনা চালানোর জন্য যে খরচ হবে তা কিন্তু স্কলারশিপ দিয়ে তোমাদের কিছুটা হলে সম্পূর্ণ করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB 10th Pass Scholarship 2024

মাধ্যমিক পাস করার পরে যে 5টি স্কলারশিপ এ আবেদন করা যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। WB 10th Pass Scholarship 2024

স্কলারশিপের নাম গুলি দেখুন :
⇒ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
⇒ ঐক্যশ্রী স্কলারশিপ
⇒ উত্তরকন্যা স্কলারশিপ
⇒ ন্যাশনাল স্কলারশিপ
⇒ ওয়াসিস স্কলারশি
এই ৫টি স্কলারশিপে আবেদন কিভাবে করবেন কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিষয় নিচে দেখানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৪ সালে মাধ্যমিক পাস করেছে তাদের এই পাঁচটি স্কলারশীপে আবেদন করতে পারবেন। এর মধ্যে কিছু স্কলারশিপে ৬০% আর কিছুই স্কলারশিপে ৬৫% নম্বর তুলে পাস করতে হবে। তাহলে সরাসরি এখানে এপ্লাই করতে পারবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ :
⇒এখানে আবেদন করার জন্য পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার নিচে থাকতে হবে।
⇒ছাত্র-ছাত্রীদের ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে।
⇒পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করতে পারবেন।
⇒সম্পূর্ণ আবেদন অনলাইনে এর মাধ্যমে নথিভুক্ত করতে হবে।
⇒স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ১২,০০০/- হাজার টাকা থেকে স্কলারশিপ দেওয়া শুরু হয়।

২০২৪ সালে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই এই স্কলারশিপ গুলীতে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়ে গেলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় কি কি কাগজ পাতি লাগবে সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেওয়া হবে।

টেলিগ্রাম গ্রুপ Join Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment