আজ থেকে কলেজে ভর্তি শুরু হয়ে গেল, আবেদন পদ্ধতি দেখুন, WB Centralised Admission Start 2024

WB Centralised Admission Start 2024 : পশ্চিমবঙ্গের সকল ছাত্র-ছাত্রীদের সুখবর। উচ্চ মাধ্যমিক পাশ করে যে সমস্ত চাকরিপ্রার্থী কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে তাদের অবসান ঘটলো। অনলাইনে কলেজে ভর্তির আবেদন শুরু হল। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আবেদন করতে হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে আবেদন করার জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Centralised Admission Start 2024

কলেজে আবেদন করার জন্য নতুন ওয়েবসাইটে কিভাবে আবেদন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। আবেদনের শেষ তারিখ কবে। বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ বুজিয়ে দেওয়া হয়েছে। WB Centralised Admission Start 2024

আবেদন শুরু ও শেষ : অনলাইনে আবেদন শুরু হয়েছে 24 শে জুন ২০২৪ তারিখ থেকে। ফর্ম ফিলাপ শেষ হবে ২৭ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে নতুন ওয়েবসাইটে।

কলেজে আবেদন কিভাবে করব?
১) সর্বপ্রথম ছাত্র-ছাত্রীদের wbcap.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) এরপর Register Now অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে।
৩) তারপর নিজের মোবাইল নম্বর ও ইমেইল আইডি বসিয়ে Continue to Next Step ক্লিক করতে হবে।

৪) তারপর রেজিস্টার লগইন করতে হবে। সেখানে মোবাইল নম্বর ও ইমেইল আইডি বসিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এ ক্লিক করতে হবে।
৫) তারপর নতুন একটি ফর্ম ওপেন হবে সেই ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Complete Registration ক্লিক করতে হবে।

৬) তারপর পুনরায় আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে এর পাশাপাশি লগইন করার সময় মোবাইলে অথবা ইমেইলে OTP দিয়ে ভেরিফাই করতে হবে।
৭) তারপরে বাকি সমস্ত ফর্ম প্রয়োজনীয় তথ্য দিয়ে ও ডকুমেন্টস আপলোড করে পুনরায় সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং যদি বাড়িতে বসে আবেদন নথিভুক্ত করতে সমস্যা হতে পারে তাহলে সাইবার ক্যাফে গিয়ে আবেদন নথিভুক্ত করবেন।

Website LinkClick Here
Online ApplyClick Here
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment