রাজ্যে গ্রুপ,ডি কর্মী নিয়োগ.WB Court Group D Recruitment 2024

রাজ্যের গ্রুপ ডি পদে সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনি কি মাধ্যমিক পাস করেননি? কোন চিন্তা নেই এখানে আবেদন করতে গেলে কোন রকম শিক্ষাগত যোগ্যতা লাগেনা। এখানে ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে আবেদন করবেন গ্রুপ ডি পদে?

বয়স, মাসিক বেতন, প্রার্থী বাছাই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা আছে এখানে। এরকম আরো সমস্ত চাকরি সংক্লান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে নিয়মিত ফলো করুন আমাদের গ্রুপটি।

পদ: পদের নাম সুইপার পোস্ট,এখানে আবেদন চলছে।

শূন্য পদ: এখানে মোট 04 কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

এখানে আবেদন করতে গেলে কোন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই , শুধুমাত্র নাম সই করতে পারলে এখানে আবেদন করা যাবে। সঙ্গে আবেদনকারীকে ফিজিক্যাল ফিট থাকতে হবে। যাদের মাধ্যমিক পাস কিংবা উচ্চ শিক্ষাগত যোগ্যতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন না।

পোস্টে আবেদন করতে গেলে বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে । ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীকে অবশ্যই বয়স হিসাব করে নিতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।

মাসিক বেতন: এই পদে ১৭,০০০ শুরু করে ৪৩,৬০০পর্যন্ত বেতন পাবে প্রতি মাসে।

বাছাইপদ্ধতি: এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি:

এখানে ইচ্ছুক প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। এখানে নিচের দিকে লিংক দেওয়া আছে ওখান থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে ফর্ম ফিলাপ করে ফিলাপ করে এবং ডকুমেন্টস এটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

ঠিকানা: টু দা ডিসটিক জজ্ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জজশিপ , কোট কমপাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান,পিন-৭১৩১০১ 

Official Noticed Application form:>Download

Leave a Comment