প্রতিটি জেলা থেকে গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগ 2024, WB Govt Water Department Job Vacancy 2024

WB Govt Water Department Job Vacancy 2024 – রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। প্রতিটি জেলা থেকে গ্রামীণ জল দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অবশেষে গ্রামীণ এলাকাগুলিতে জল দপ্তরের সুযোগ সুবিধা পেয়ে চলেছে। WB Govt Water Department Job Vacancy 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্রামীণ জল দপ্তর গুলিতে কিভাবে চাকরিপ্রার্থীরা আবেদন করবেন। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কি লাগবে। বেতন পরিকাঠামো কি রয়েছে। এর পাশাপাশি আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে। WB Govt Water Department Job Vacancy 2024

বয়স সীমা = গ্রামীণ জল দফতরে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন।

বেতন সীমা = চাকরিপ্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১১,০০০/- হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ = আগামী 06/03/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি = এখানে যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন নথিভুক্ত জানাতে হবে। আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে। এরপর আবেদনের শেষ তারিখের আগে সঠিক সময়ে জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

শিক্ষাগত যোগ্যতা = আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যেকোনো স্বীকৃত সংস্থা থেকে Essential : Science Graduate With Chemistry as one of the subject, Desirable: B.Sc(Ag) Hons or Chemistry (Hons.) থাকতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা = Soil Testing Laboratory, O/O PO& Ex-officio JtDA, WMRS, Ranaghat, Nadia

Notice PdfDownload Now
Whatsapp LinkClick Here

Leave a Comment