গ্রাম পঞ্চায়েতে 6,552টি শূন্যপদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু, WB Gram Panchayat Apply Process 2024

WB Gram Panchayat Apply Process 2024 : পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। আজকের এই প্রতিবেদনে বিশাল বড় খবর যারা গ্রাম পঞ্চায়েত দপ্তরের চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৬,৫৫২টি শূন্যপদে অনলাইনে আবেদন শুরু হবে জুন মাস থেকে। কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Apply Process 2024

এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে উল্লেখ করে দিয়েছে ৬৫৫২টি শূন্য পদে অনলাইনে জুন মাস থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে। আপনারা মে মাসে ২০২৪ সালের কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য বা খুঁটিনাটি দেখে নিতে পারেন বাড়িতে বসে নিজের মোবাইলে।

গ্রাম পঞ্চায়েত দপ্তরে অনলাইনে আবেদন করার সময় চাকরি প্রার্থীদের সর্বপ্রথম রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখতে হবে তাহলে অনলাইনে আবেদন করতে পারবেন। যদি একবার অনলাইনে আবেদন শুরু হয় পরবর্তীকালে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাই সর্ব প্রথম এ রেজিস্ট্রেশন কাজটি কমপ্লিট করে রাখুন। WB Gram Panchayat Apply Process 2024

WB Gram Panchayat Apply Process 2024
WB Gram Panchayat Apply Process 2024

পদের নাম : গ্রাম পঞ্চায়েত দপ্তরে ১) ডাটা এন্ট্রি অপারেটর ২) গ্রুপ ডি পিয়ন ৩) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ৪) নির্মাণ সহায়ক ৫) গ্রাম পঞ্চায়েত কর্মী ৬) সহায়ক ৭) সেক্রেটারি ৮) অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ৯) ক্লার্ক ১০) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ১১) স্টেনোগ্রাফার ১২) ক্লার্ক কাম-টাইপিস্ট ১৩) ব্লক ইনফমেটিক্স ১৪) পঞ্চায়েত সমতি পিয়ন ইত্যাদি পদে অনলাইনে জুন মাসে দরখাস্ত নেওয়া শুরু হবে।

বয়স সীমা : ১৮ থেকে ৪০ পর্যন্ত।
যোগ্যতা : অষ্টম থেকে স্নাতক পর্যন্ত।
বেতন : প্রতিটি পদে আলাদা রকম বেতন রয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য : গ্রাম পঞ্চায়েত দপ্তরে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে বলেছে সঠিক পদ্ধতিতে আপলোড করে রেখে দিতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেলে পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন এর আইডি দিয়ে লগইন করে অনলাইনে ফর্মটি ফিলাপ করতে হবে। তাই যারা এখনো এই রেজিস্ট্রেশন করেননি বা ডকুমেন্টস আপলোড করেনি সে সমস্ত কাজ কমপ্লিট করে রেখে দিন।

আবেদন পদ্ধতি : কর্মসংস্থান পেপারে উল্লেখ করে দিয়েছে ৬৬৫২টি শূন্য পদে online এর মাধ্যমে জুন মাস থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে। আপনারা প্রত্যেকেই জানেন কর্মসংস্থান পেপারে যে সমস্ত খবর প্রকাশিত হয় সব খবরই কিন্তু অফিসিয়াল আপডেট জানার পরে পাবলিশ করে।

আবেদন কিভাবে করতে হবে পরবর্তীকালে জুন মাস থেকে আমরা অবশ্যই আপনাদের সঠিক সময়ে পদ্ধতি দেখিয়ে দিব জেলাভিত্তিক অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। আপনারা এই ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো করতে পারেন যেকোনো চাকরি খবর সবার আগে দেখার জন্য বা জানার জন্য।

অনলাইন রেজিস্ট্রেশনClick Here
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
টেলিগ্রাম গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment