গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাক্টিস সেট ১, বাছাই করা প্রশ্ন উত্তর দেখুন, WB Gram Panchayat Practice Set 1

WB Gram Panchayat Practice Set 1 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাক্টিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাক্টিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও।

(WB Gram Panchayat Practice Set 1)

১) পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?
A. পলিমাটি
B. লাল মাটি
C. কালো মাটি
D. লবণাক্ত কাদামাটি
উত্তর – লবণাক্ত কাদামাটি।
২) ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল-
A. ১৯৯১ সালে
B. ২০০১ সালে
C. ২০০৫ সালে
D. ২০১১ সালে
উত্তর – ২০১১ সালে।
৩) পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে?
A. মেদিনীপুর
B. বর্ধমান
C. পুরুলিয়া
D. মুর্শিদাবাদ
উত্তর – পুরুলিয়া।
৪) একজন রাজসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত দিন?
A. ৪ বছর
B. ৬ বছর
C. ৮ বছর
D. ৫ বছর
উত্তর – ৬ বছর।
৫) হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত?
A. তরাই
B. ডুয়ার্স
C. রাঢ়
D. বারিন্দ
উত্তর – তরাই।
৬) কোন নিয়মে তিনটি একই রকম, তবে বিজাতীয় কোনটি?
A. দই
B. পনির
C. ঘি
D. দুধ
উত্তর – পনির।
৭) পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল কোনটি?
A. দামোদর গঙ্গা,
B. তিস্ত, জলঢাকা, রায়ডাক
C. গঙ্গা, ব্রহ্মপুত্র
D. তিস্তা, গঙ্গা
উত্তর – তিস্ত, জলঢাকা, রায়ডাক।
৮) নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত?
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. প্রথম চন্দ্রগুপ্ত
C. স্কন্দগুপ্ত
D) সমুদ্রগুপ্ত
উত্তর – দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৯) পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিত কোথায়?
A. মকরক্রান্তির নিকট
B. নিররেখার নিকট
C. কর্কটক্রান্তির নিকট
D. আর্কিটিক সার্কেল
উত্তর – মকরক্রান্তির নিকট।
১০) নিচের কোনটি প্রাচীনতম বেদ?
A. অর্থববেদ
B. সামবেদ
C. ঋক্ বেদ
D. যজুবেদ
উত্তর – ঋক্ বেদ।

পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় গ্রাম পঞ্চায়েত দফতরে বিভিন্ন পদে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং চাকরিপ্রার্থীরা সঠিকভাবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের এই প্র্যাক্টিস সেট গুলি ফলো করুন।

Whatsapp গ্রুপJoin Now

Leave a Comment