WB Gram Panchayat Practice Set 10 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat Practice Set 10
১) গ্রাম পঞ্চায়েত সভা কে আহবান করেন?
A. বিডিও
B. গ্রামপ্রধান
C. জেলা পরিষদ
D. এসডিও
উত্তর – গ্রামপ্রধান।
২) পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে নীতির উপর ভিত্তি করে?
A. কেন্দ্রীয়করণ
B. বিকেন্দ্রীয়করণ
C. উভয়ই
D. কোনটাই না
উত্তর – বিকেন্দ্রীয়করণ।
২) বর্তমানে কোন তপশীলে পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে?
A. একাদশ তপশীল
B. অষ্টম তপশীল
C. দশম তপশীল
D. দ্বাদশ তপশীল
উত্তর – একাদশ তপশীল।
৩) কত সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবাহিত হয় প্রবর্তিত হয়?
A. ১৯৫০ সালে
B. ১৯৫৯ সালে
C. ১৯৪৭ সালে
D. ১৯৭৯ সালে
উত্তর – ১৯৫৯ সালে।
৪) পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
A. গ্রাম পঞ্চায়েত
B. জেলা পরিষদ
C. গ্রাম সভা
D. পঞ্চায়েত সমিতি
উত্তর – জেলা পরিষদ।
৫) পঞ্চায়েতির রাজ প্রতিষ্ঠানের তপশিলি জাতিদের জন্য সংরক্ষণের জন্য কোন প্রকার বাধ্যবাধকতা আরোপ করা হয়নি ভারতে নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে।
A. অরুণাচল প্রদেশ
B. রাজস্থান
C. মধ্যপ্রদেশ
D. সিকিম
উত্তর – অরুণাচল প্রদেশ।
৬) গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
A. ৫ জন
B. ৭ জন
C. ৮ জন
D. ৬ জন
উত্তর – ৫ জন।
৭) মহকুমাশাসক কার অধীনে কাজ করেন?
A. রাজ্য সরকার
B. জেলাশাসক
C. কেন্দ্রীয় সরকার
D. কেউ নয়
উত্তর – জেলাশাসক।
৮) জেলা পরিষদের স্থায়ী সমিতির সংখ্যা কত?
A. ১২ টি
B. ১০ টি
C. ১৫ টি
D. ১৭ টি
উত্তর ১০টি।
৯) কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কি বলা হয়?
A. কমিশনার
B. কাউন্সিলার
C. চেয়ারম্যান
D. অধ্যক্ষ
উত্তর – কাউন্সিলর।
১০) পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে?
A. রাজ্য সরকার
B. কেন্দ্রীয় সরকার
C. উভয়েই
D. রাষ্ট্রপতি
উত্তর – রাজ্য সরকার।
WB Gram Panchayat Practice Set 10
- নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
- Practice Set 1 – Click Here
- Practice Set 2 – Click Here
- Practice Set 3 – Click Here
- Practice Set 4 – Click Here
- Practice Set 5 – Click Here
- Practice Set 6 – Click Here
- Practice Set 7 – Click Here
- Practice Set 8 – Click Here
- Practice Set 9 – Click Here
গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যাচাই করে আপনাদের জন্য প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
টেলিগ্রাম গ্রুপ | Join Now |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
নতুন চাকরির খবর | Click Here |