WB Gram Panchayat Practice Set 11 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat Practice Set 11
১) গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
A. এক বছর
B. পাঁচ বছর
C. দু বছর
D. ছয় বছর
উত্তর – পাঁচ বছর।
২) পৌরসভার প্রধানকে কি নামে অভিহিত করা হয়?
A. চেয়ারম্যান
B. চিফ কমিশনার
C. পৌর সচিব
D. মেয়র
উত্তর – চেয়ারম্যান।
৩) ভারতের কোন জেলায় ১৯৫৯ সালে প্রথম পঞ্চায়েত চালু হয়?
A. নাগোর
B. গঙ্গারামপুর
C. পূর্ব গোদাবরী
D. বস্তার
উত্তর – নাগোর।
৪) গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যবলীকে মুখ্যত কটি শ্রেনীতে ভাগ করা যায়?
A. তিনটি
B. চারটি
C. পাঁচটি
D. আটটি
উত্তর – তিনটি।
৫) পশ্চিমবঙ্গের কয়টি শহরে পৌরনিগম রয়েছে?
A. ৫ টি
B. ৮ টি
C. ৬ টি
D. ৪ টি
উত্তর – ৬ টি।
৬) অশোক মেহতা কমিটি নিম্নলিখিত কোন বিষয়ের উপর মন্তব্য করেছিল?
A. নগর পঞ্চায়েত
B. গ্রাম পঞ্চায়েত
C. পঞ্চায়েত সমিতি
D. মন্ডল পঞ্চায়েত
উত্তর – গ্রাম পঞ্চায়েত।
৭) কলকাতা কর্পোরেশন গঠিত হয় কতজন কাউন্সিলর কে নিয়ে?
A. ১৪১ জন
B. ৭১ জন
C. ২০০ জন
D. ১৬১ জন
উত্তর – ১৪১ জন।
৮) পঞ্চায়েত ব্যবস্থার কাজ পর্যবেক্ষণ করার জন্য ১৯৭৭ সালে একটি কমিটি নিয়োগ করা হয়। এই কমিটির সভাপতি কে ছিলেন?
A. বলবন্ত রাজ মেহতা
B. অশোক মেহতা
C. জগ জীবন রাম
D. কে. এন. কাটজু
উত্তর – অশোক মেহতা।
৯) ৭৩ তম সাংবিধানিক সংশোধনী আইন পাশ হওয়ার সাথে সাথে নিম্নের কোন রাজ্যটি পঞ্চায়েত ব্যবস্থা শুরু করে?
A. বিহার
B. কর্ণাটক
C. পশ্চিমবঙ্গ
D. ওডিশা
উত্তর – কর্ণাটক।
১০) কতগুলি ওয়ার্ড নিয়ে কলকাতা কর্পোরেশনের এক একটি বরো গঠিত হয়?
A. ১০টি ওয়ার্ড
B. ১৪ টি ওয়ার্ড
C. ৮ ওয়ার্ড
D. ১২ টি ওয়ার্ড
উত্তর ১০ টি ওয়ার্ড।
- নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
- Practice Set 1 – Click Here
- Practice Set 2 – Click Here
- Practice Set 3 – Click Here
- Practice Set 4 – Click Here
- Practice Set 5 – Click Here
- Practice Set 6 – Click Here
- Practice Set 7 – Click Here
- Practice Set 8 – Click Here
- Practice Set 9 – Click Here
- Practice Set 10 – Click Here
পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তরের চাকরি পাওয়ার জন্য যে সমস্ত প্রার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস সেট গুলি আপলোড করতেছি এবং গুরুত্বপূর্ণ বাচাই করা প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে। মনোযোগ সহকারে প্রশ্নগুলি পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।
টেলিগ্রাম গ্রুপ | Join Now |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |