গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাকটিস সেট ১২, বাছাই করা প্রশ্ন ও উত্তর, WB Gram Panchayat Practice Set 12

WB Gram Panchayat Practice Set 12 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন উত্তর। WB Gram Panchayat Practice Set 12

১) COD কথাটির পুরো নাম কি?
উত্তর – কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
২) দুটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের লসাগু = 180 ছোট সংখ্যাটি হবে …?
উত্তর – ৪৫।
৩) ONGC এর পুরো নাম কি?
উত্তর – ওয়েল অ্যান্ড নেচেরেল গ্যাস কমিশন।
৪) গণতন্ত্র কি কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
উত্তর – দুইটি।
৫) লোকসভা ও রাজ্য সভার যুগ্ম অধিবেশন কে আহবান করেন?
উত্তর – রাষ্ট্রপতি।
৬) কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা চালু হয়?

উত্তর – ১৯৭৮ সালে।
৭) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে পাশ হয়?
উত্তর ১৯৭৩ সালে।
৮) ১৯৭৩ সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন ব্যবস্থা কি ধরনের পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে?
উত্তর – ত্রিস্তর।
৯) নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহবান করেন?

উত্তর – বি ডি ও।
১০) আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয়?
উত্তর – ১৫ জনকে নিয়ে।

WB Gram Panchayat Practice Set 12

Whatsapp গ্রুপJoin Now
টেলিগ্রাম গ্রুপJoin Now

Leave a Comment