WB Gram Panchayat Practice Set 14 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat Practice Set 14
১) A ও B এর আয়ের অনুপাত হলো 3:2 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেককে 1000 টাকা করে জমায় তাহলে B এর আয় হল-
A. 3000 টাকা
B. 4,000 টাকা
C. 800 টাকা
D. 600 টাকা
উত্তর – 4,000 টাকা।
২) পৌরসভার সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তির বয়স কত হওয়া প্রয়োজন?
A. ১৫ বছর
B. ২০ বছর
C. ২৫ বছর
D. ২১ বছর
উত্তর – ২১ বছর।
৩) পরপর তিনটি বিজোড় সংখ্যার প্রথমটির তিনগুণ, তৃতীয়টির দুইগুণ এর চাইতে 3 বেশি, তৃতীয় সংখ্যাটি কত?
A. 15 টি
B. 11 টি
C. 13 টি
D. 17 টি
উত্তর – তৃতীয় সংখ্যা 15 টি।
৪) দুটি সংখ্যার গুণফল 8075 এবং পার্থক্য 10 হলে একটি সংখ্যা হবে—?
A. 85
B. 75
C. 65
D. 105
উত্তর – 85
৫) তিনটি সংখ্যার অনুপাত 3 : 4 : 5 এবং তাদের ল.সা.গু 240 এদের গ.সা.গু কত?
A. 8
B. 4
C. 6
D. 7
উত্তর – তাদের গ.সা.গু হবে = 4 .
৬) দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের ল.সা.গু = 180 ছোট সংখ্যাটি হবে-
A. 30
B. 40
C. 45
D. 60
উত্তর – টি হল = 45
৭) 60 জন লোকের গড় আয় 1690 টাকা। উহাদের মধ্যে একজনের আয় 1000 টাকা বাড়লে, উহাদের বর্তমান গড় আয় কত?
A. 1705 টাকা
B. 1706.67 টাকা
C. 1706 টাকা
D. কোনটি নয়
উত্তর – 1706.67 টাকা।
৮) একজন ছাত্র ইংরেজি ও গণিতে গড়ে ৬০ নম্বর, গনিত ও কম্পিউটারের গড়ে ৭০ নম্বর, কম্পিউটার ও ইংরেজিতে গড়ে ৮০ নম্বর পেয়েছে। তিনটি বিষয়ে তার প্রাপ্ত নম্বরের গড় কত?
A. ৬০ নম্বর
B. ৭০ নম্বর
C. ৬৫ নম্বর
D. ৭৫ নম্বর
উত্তর – ৭০ নম্বর।
৯) একটি সিনেমা হলের ১ সপ্তাহের গড় রোজগার ৭২২৪ টাকা। শুক্রবার বাদে বাকি দিনগুলির গড় রোজগার ৭০৯৪ টাকা। সিনেমা হলটির শুক্রবারের আয় কত টাকা?
A. ৮১০৪
B. ৯০০২
C.৮০০৪
D. কোনটি নয়
উত্তর – শুক্রবারের মোট আয় = ৮০০৪ টাকা।
১০) একটি শ্রেণীর ৪০ জন বালকের বয়সের গড় ১৫ বছর। ১০ জন নতুন ছাত্র শ্রেণীতে যোগ দেওয়ায় শ্রেণীর সমস্ত ছাত্রের বয়সের গড় পূর্বের গড় অপেক্ষা 0.2 বছর বৃদ্ধি পায়। নতুন ছাত্রীদের বয়সের গড়…
16 বছর
15.2 বছর
16.2 বছর
16.4 বছর
উত্তর নতুন ছাত্রদের বয়সের গড় = 16 বছর।
- নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
- Practice Set 1 – Click Here
- Practice Set 2 – Click Here
- Practice Set 3 – Click Here
- Practice Set 4 – Click Here
- Practice Set 5 – Click Here
- Practice Set 6 – Click Here
- Practice Set 7 – Click Here
- Practice Set 8 – Click Here
- Practice Set 9 – Click Here
- Practice Set 10 – Click Here
- Practice Set 11 – Click Here
- Practice Set 12 – Click Here
- Practice Set 13 – Click Here
গ্রাম পঞ্চায়েত দপ্তরের পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের প্র্যাকটিক সেটে অংক বিষয়ে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে। যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিক ভাবে জানিয়ে দিবেন আমরা নেক্সট সেটে উল্লেখ করব।এছাড়া প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য এই ওয়েবসাইটে wbexam24.com ক্লিক করে দেখুন।
Whatsapp গ্রুপ | Join Now |
টেলিগ্রাম গ্রুপ | Join Now |