WB Gram Panchayat Practice Set 16 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।
WB Gram Panchayat Practice Set 16
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat Practice Set 16
১) পঞ্চায়েত সমিতির বাজেটকে অনুমোদন করেন?
উত্তর – পঞ্চায়েত সমিতির বাজেট জেলা পরিষদ অনুমোদন করেন।
২) ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে?
উত্তর – ১৯৫১ সালে।
৩) রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর?
উত্তর – ৬ বছর।
৪) গ্রাম পঞ্চায়েতের মিটিং কত মাস অন্তর হয়?
উত্তর – ১ মাস পর পর।
৫) পঞ্চায়েতের দৈনন্দিন কার্য পরিচালনা কে করেন?
উত্তর – কর্মসচিব।
৬) পশ্চিমবঙ্গের বর্তমান জেলা পরিষদের সভাপতিদের পদমর্যতা কোন পদধিকারীর সমতুল্য?
উত্তর – রাষ্ট্রমন্ত্রী।
৭) রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কার দ্বারা নিয়োজিত হন?
উত্তর – রাজ্যপাল।
৮) পশ্চিমবঙ্গের সরকারিভাবে সুষ্ঠু পৌরসভা গুলিকে বর্তমানে কি বলা হয়?
উত্তর – চেয়ারম্যান কাউন্সিল ফর্ম।
৯) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়?
উত্তর – ১৯৫১ সালের এপ্রিল মাস থেকে।
১০) ভারত সরকার কবে প্রথম পরিবার পরিকল্পনার কথা ঘোষণা করেন?
উত্তর – ১৯৫২ সালে।
- নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
- Practice Set 1 – Click Here
- Practice Set 2 – Click Here
- Practice Set 3 – Click Here
- Practice Set 4 – Click Here
- Practice Set 5 – Click Here
- Practice Set 6 – Click Here
- Practice Set 7 – Click Here
- Practice Set 8 – Click Here
- Practice Set 9 – Click Here
- Practice Set 10 – Click Here
- Practice Set 11 – Click Here
- Practice Set 12 – Click Here
- Practice Set 13 – Click Here
- Practice Set 14 – Click Here
- Practice Set 15 – Click Here
গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিনিয়ত এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট গুলি দেওয়া হচ্ছে। আপনারা এক নজরে দশটি প্রশ্ন উত্তর দেখে নিন। কি ধরনের সিলেবাস অনুযায়ী আপনাদের প্রশ্ন উত্তর লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
Whatsapp গ্রুপ | Join Now |
টেলিগ্রাম গ্রুপ | Join Now |
নতুন চাকরির খবর | Click Here |