WB Gram Panchayat Practice Set 17 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।
WB Gram Panchayat Practice Set 17
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat Practice Set 17
১) নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত?
A. প্রথম চন্দ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. সমুদ্রগুপ্ত
D. স্কন্দগুপ্ত
উত্তর – দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
২) পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল..?
A. তিস্তা,জলঢাকা,রায়ডাক
B. গঙ্গা,ব্রহ্মপুত্র
C. তিস্তা,গঙ্গা
D. দামোদর,গঙ্গা
উত্তর – তিস্তা,জলঢাকা,রায়ডাক।
৩) কোন নিয়মে তিনটি একই রকম, তবে বিজয়িত কোনটি?
A. পনির
B. দই
C. দুধ
D. ঘি
উত্তর – পনির।
৪) একজন রাজসভার সদস্যদের পদে থাকার মেয়াদ কত বছর?
A. চার বছর
B. পাঁচ বছর
C. ছয় বছর
D. আট বছর
উত্তর – ছয় বছর।
৫) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে?
A. পুরুলিয়া
B. বর্ধমান
C. মেদিনীপুর
D. মুর্শিদাবাদ
উত্তর – পুরুলিয়া।
৬) হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত?
A. ডুয়ার্স
B. তরাই
C. রার
D. বারিন্দ
উত্তর – তরাই।
৭) কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়?
A. ১৯৭৮ সালে
B. ১৯৮০ সালে
C. ১৯৮২ সালে
D. ১৯৮১ সালে
উত্তর – ১৯৭৮ সালে।
৮) যদি একটি পঞ্চায়েত ভেঙ্গে যায়, তাহলে কতদিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে?
A. এক মাস
B. তিন মাস
C. ছয় মাস
D. এক বছর
উত্তর – ৬ মাস।
১০) নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ভারতবর্ষের কোথায় সর্বপ্রথম পৌর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
A. মাদ্রাজ
B. দিল্লি
C. কলকাতা
D. বোম্বে
উত্তর – মাদ্রাজ।
- নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
- Practice Set 1 – Click Here
- Practice Set 2 – Click Here
- Practice Set 3 – Click Here
- Practice Set 4 – Click Here
- Practice Set 5 – Click Here
- Practice Set 6 – Click Here
- Practice Set 7 – Click Here
- Practice Set 8 – Click Here
- Practice Set 9 – Click Here
- Practice Set 10 – Click Here
- Practice Set 11 – Click Here
- Practice Set 12 – Click Here
- Practice Set 13 – Click Here
- Practice Set 14 – Click Here
- Practice Set 15 – Click Here
- Practice Set 16 – Click Here
পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দফতরে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে তাই আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস সেট গুলি এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। আপনারা মনোযোগ সহকারে প্র্যাকটিস সেট গুলি এক নজরে দেখে নিবেন পরবর্তীকালে আপনাদের পরীক্ষার কাজে লাগবে। এছাড়াও কি ধরনের প্রশ্ন আপনাদের দরকার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
টেলিগ্রাম গ্রুপ | Join Now |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
নতুন চাকরির খবর | Click Here |