WB Gram Panchayat Practice Set 20 : পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।
WB Gram Panchayat Practice Set 20
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat Practice Set 20
১) গ্রাম পঞ্চায়েতের দুটি মিটিং এর মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত?
A. এক মাস
B. দুই মাস
C. তিন মাস
D. ছয় মাস
উত্তর – এক মাস।
২) শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি হ্রাস ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে?
A. প্রস্তাবনা
B. রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
C. মৌলিক অধিকার
D. উপরের কোনটিও নয়
উত্তর – রাষ্ট্রের নির্দেশমূলক নীতি।
৩) ভারতের পঞ্চায়েত ব্যবস্থাটির কার আদর্শ অনুসারে গঠিত?
A. মহাত্মা গান্ধী
B. নেতাজি
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. জহরলাল নেহেরু
উত্তর – মহাত্মা গান্ধী।
৪) শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েত কে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে?
A. ৫৬ তম
B. ৭৩ তম
C. ৭৪তম
D. ৭৬ তম
উত্তর – ৭৩ তম
৫) জেলা পরিষদের কর্মচারীদের নিয়োগ ও নিয়ন্ত্রণ কে করেন?
A. গ্রাম প্রধান
B. সভাপতি
C. সভাধিপতি
D. রাজ্যপাল
উত্তর – সভাধিপতি।
৬) ভারতের কোন রাজ্যে জেলা পরিষদ কে মহকুমা পরিষদ বলে?
A. আসাম
B. ত্রিপুরা
C. মনিপুর
D. বিহার
উত্তর – আসাম।
৭) ভারতের প্রথম কোথায় কমিনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়?
A. কলকাতা
B. মাদ্রাজ
C. দিল্লি
D. বোম্বাই
উত্তর – মাদ্রাজ।
৮) ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল?
A. ১৯৫৬ সালে
B. ১৯৫১ সালে
C. ১৯৫৯ সালে
D. ১৯৬১ সালে
উত্তর – ১৯৫৯ সালে
৯) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কিরূপ?
A. একস্তরীয
B. ত্রিস্তরীয়
C. দ্বিস্তরীয়
D. বহুস্তরীয়
উত্তর – ত্রিস্তরীয়
১০) নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহবান করেন?
A. গ্রাম প্রধান
B. সভাধিপতি
C. জেলাশাসক
D. বিডিও
উত্তর – বিডিও
- নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
- Practice Set 1 – Click Here
- Practice Set 2 – Click Here
- Practice Set 3 – Click Here
- Practice Set 4 – Click Here
- Practice Set 5 – Click Here
- Practice Set 6 – Click Here
- Practice Set 7 – Click Here
- Practice Set 8 – Click Here
- Practice Set 9 – Click Here
- Practice Set 10 – Click Here
- Practice Set 11 – Click Here
- Practice Set 12 – Click Here
- Practice Set 13 – Click Here
- Practice Set 14 – Click Here
- Practice Set 15 – Click Here
- Practice Set 16 – Click Here
- Practice Set 17 – Click Here
টেলিগ্রাম গ্রুপ | Join Now |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
নতুন চাকরির খবর | Click Here |