গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাকটিস সেট ৪, বাছাই করা প্রশ্ন ও উত্তর, WB Gram Panchayat Practice Set 4

WB Gram Panchayat Practice Set 4 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন উত্তর

WB Gram Panchayat Practice Set 4

১) পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা?
A. আর্থিক যোজনা
B. গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
C. উন্নতিতে জনগণের অংশগ্রহণ
D. রাজনৈতিক দায়বদ্ধতা
উত্তর – গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ।
২) সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েত কে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে?
A. ৫৬
B. ৭৩
C. ৭৬
D. ৭৪
উত্তর – ৭৩
৩) গ্রাম পঞ্চায়েত সভা কে আহবান করেন?
A. বিডিও
B. গ্রাম প্রধান
C. জেলা পরিষদ
D. এসডিও
উত্তর – গ্রাম প্রধান।
৪) কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়?
A. ১৯৭৮
B. ১৯৮০
C. ১৯৮১
D. ১৯৮২
উত্তর – ১৯৭৮
৫) কত সালে পঞ্চায়েতি রাজ মন্ত্র তৈরি হয়?
A. ২০০৬ সালে
B. ২০০৮ সালে
C. ২০০৪ সালে
D. ২০০৫ সালে
উত্তর – ২০০৪ সালে।
৬) ভারতের প্রথমবার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়?
A. পঞ্চম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. ষষ্ঠ
উত্তর – দ্বিতীয়।
৭) গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
A. ১০ জন
B. ২০ জন
C. ৩০ জন
D. ১৫ জন
উত্তর – ৩০ জন।
৮) জেলা পরিষদের মোট কটি স্থায়ী কমিটি আছে?
A. ২ টি
B. ৫ টি
C. ৭ টি
D. ৮ টি
উত্তর – ৮ টি।
৯) কোন প্রক্রিয়ায় মাধ্যমে ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হয়?
A. ভিলেজমেন্ট প্রোগ্রাম
B. কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম
C. স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম
D. সিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম
উত্তর – কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
১০) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত?
A. ৩০%
B. ২০%
C. ৩৩%
D. ৫০%
উত্তর – ৩৩ %

নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
Practice Set 1 – Click Here
Practice Set 2 – Click Here
Practice Set 3 – Click Here

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment