গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাকটিস সেট ৫, বাছাই করা প্রশ্ন ও উত্তর, WB Gram Panchayat Practice Set 5

WB Gram Panchayat Practice Set 5 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন উত্তর

WB Gram Panchayat Practice Set 5

১) ভারতের পঞ্চায়েতি রাজের সাথে কত নং ধারা যুক্ত থাকে?
A. ২২৪ নং ধারা
B. ২৪৩ নং ধারা
C. ২৪৪ নং ধারা
D. ২৪৫ নং ধারা
উত্তর – ২৪৩ নং ধারা।
২) নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়?
A. ৭৪ তম
B. ৭৩ তম
C. ৭২ তম
D. ৭৫তম
উত্তর – ৭৩তম।
৩) পঞ্চায়েত সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিধানগুলি নিম্নে উল্লেখিত কোন রাজ্যের প্রয়োজন নয়?
A. ত্রিপুরা
B. মেঘালয়
C. আসাম
D. গোয়া
উত্তর – মেঘালয়।
৪) পঞ্চায়েতের নির্বাচন সম্পর্কিত সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে …?
A. ভারতের সংসদ
B. রাজ্য আইনসভা
C. রাজ্য নির্বাচন কমিশন
D. ভারতের নির্বাচন কমিশন
উত্তর – রাজ্য আইনসভা।
৫) ৭৩ তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েতের স্থায়ীকাল কত বছর?
A. চার বছর
B. পাঁচ বছর
C. তিন বছর
D. ছয় বছর
উত্তর – পাঁচ বছর।
৬) কোন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে…?
A. রাজ্য নির্বাচন কমিশন
B. ভারতের নির্বাচন কমিশন
C. যৌথ পাবলিক সার্ভিস কমিশন
D. গ্রামসভা
উত্তর – রাজ্য নির্বাচন কমিশন।
৭) গ্রাম পঞ্চায়েত নির্বাচন হল….?
A. সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে
B. রাজ্য আইনসভা দ্বারা
C. পরোক্ষভাবে
D. উপরের কোনটিনাই
উত্তর- সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে।
৮) প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এলাকাকে ছোট এলাকায় ভাগ করা হয়, সেই এলাকাগুলিকে কি বলে?
A. শহর
B. গ্রাম
C. ওয়ার্ড
D. কোনটাই নয়
উত্তর – গ্রাম।
৯) কোন গ্রাম পঞ্চায়েত যদি ভেঙ্গে যায় তাহলে কত দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হবে?
A. আড়াই বছর
B. ছয় মাস
C. এক বছর
D. তিন মাস
উত্তর – ছয় মাস পরে।
১০) কোন সংশোধনী আইনি পঞ্চায়েতে মহিলাদের জন্য ৩০% আইন সংরক্ষিত রয়েছে?
A. ৭৩ তম সংশোধনী আইন
B. ৭১ তম সংশোধনী আইন
C. ৭০ তম সংশোধনী আইন
D. ৭৫ তম সংশোধনী আইন
উত্তর – ৭৩ তম সংশোধনী আইন

গ্রাম পঞ্চায়েত দপ্তরে পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস সেট গুলি দেওয়া হচ্ছে এই wbexam24.com ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা একটি সেট গুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।

নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন

নতুন চাকরির খবরClick Here
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now

Leave a Comment