WB Gram Panchayat Practice Set 6 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর।
WB Gram Panchayat Practice Set 6
১) পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে?
উত্তর – সভাপতি।
২) ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর – সদস্য সংখ্যা ছিল পাঁচজন।
৩) কর আদায়কারীদের কাজ কি?
উত্তর – নির্ধারিত এলাকার কর, অভিভাবক আদায় করা।
৪) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা কত সালে করা হয়?
উত্তর – ১৯৭৮ সালের জুন মাসে।
৫) গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কার্য কে পরিচালনা করেন?
উত্তর – কর্ম সচিব।
৬) গ্রাম পঞ্চায়েতের কর্তব্য ও ক্ষমতা সম্বন্ধে আইন গুলি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের কত ধারায় রয়েছে?
উত্তর – ১৯ থেকে ৩৪ ধারায়।
৭) গ্রাম পঞ্চায়েতের বৈধ মিটিং এর জন্য মোট সদস্যের কত শতাংশের উপস্থিত প্রয়োজন?
উত্তর – এক তৃতীয়াংশ।
৮) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংস্থাগুলির সুষ্ঠু পরিচালনার দায়িত্ব কে পালন করেন?
উত্তর – পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৯) জেলা পরিষদের সদস্যদের কার্যকাল কত বছর?
উত্তর – জেলা পরিষদের সদস্যদের কার্যকাল পাঁচ বছর।
১০) জেলা পরিষদের সভাপতি কোন পদমর্যাদা সমতুল্য?
উত্তর জেলা পরিষদের সভাপতি একজন রাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন।
- নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
- Practice Set 1 – Click Here
- Practice Set 2 – Click Here
- Practice Set 3 – Click Here
- Practice Set 4 – Click Here
- Practice Set 5 – Click Here
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
নতুন চাকরির খবর | Click Here |