WB Gram Panchayat Practice Set 7 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat Practice Set 7
১) ভারতের সংবিধানে কয়টি ভাষা স্বীকৃত দেওয়া হয়েছে?
উত্তর – ১৮টি ভাষাকে।
২) নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে?
উত্তর – ৩৩২ নং ধারয়।
৩) ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর – ছয়টি।
৪) বর্তমানে সংবিধানের কয়টি ধারা ও তপশীল আছে?
উত্তর – ৩৯৫ টি ধারা ১২ টি তপসিল আছে।
৫) ভারতের নির্বাচন ব্যবস্থা অনেকাংশে কোন দেশের অনুকরণে?
উত্তর – রাশিয়া।
৬) পঞ্চায়েতি রাজব্যবস্থা সংবিধান কোন তপশিলি লিপিবদ্ধ আছে?
উত্তর – ১১ নং তপশিলে।
৭) ভারতের সাংবিধানিক প্রধান কে?
উত্তর – রাষ্ট্রপতি।
৮) পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়?
উত্তর – ১৯৫৭সালে।
৯) পশ্চিমবঙ্গে আইনসভা কি কক্ষ বিশিষ্ট আইনসভা?
উত্তর – এককক্ষ বিশিষ্ট।
১০) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি?
উত্তর – পাঁচটি।
গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির জন্য ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আসবে, তাই সেখান থেকে কিছু প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে বাছাই করে। প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত দফতরের প্র্যাকটিস সেট গুলি আপলোড করা হয় এই ওয়েবসাইটের মাধ্যমে।
- নতুন নতুন প্র্যাকটিস সেট গুলি দেখুন –
- Practice Set 1 – Click Here
- Practice Set 2 – Click Here
- Practice Set 3 – Click Here
- Practice Set 4 – Click Here
Whatsapp গ্রুপ | Join Now |
নতুন চাকরির খবর | Click Here |