গ্রাম পঞ্চায়েত নতুন কর্মী নিয়োগ ও সিলেবাস 2024, WB Gram Panchayat Syllabus 2024

WB Gram Panchayat Syllabus 2024 : পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে 6,652টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রে সিলেবাস কিন্তু আলাদা রয়েছে। সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এই প্রতিবেদন নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Syllabus 2024

রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েতে তিনটি স্তরে যে সমস্ত পদে নিয়োগ শুরু হয়েছে তার সিলেবাস নিচে আলোচনা করা হয়েছে এবং পরীক্ষার জন্য কোন সিলেবাস অনুযায়ী পড়তে হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। WB Gram Panchayat Syllabus 2024

পদের নাম : ১) গ্রাম পঞ্চায়েত ২) গ্রাম পঞ্চায়েত সহায়ক ৩) গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ৪) ডাটা এন্ট্রি অপারেটর ৫) পিওন ৬) গ্রুপ ডি ৭) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ৮) জেলা পরিষদ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ৮) ব্লক ইনফরমেশন অফিসার ৯) অ্যাকাউন্টস ক্লার্ক ১০) অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ইত্যাদি পোস্টে নিয়োগ শুরু হয়েছে। WB Gram Panchayat Syllabus 2024

সিলেবাস(Syllabus) : এখানে দু’রকমের সিলেবাস রয়েছে। দুটি সিলেবাস বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পোস্ট অনুযায়ী আপনারা সিলেবাস নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন।

Syllabus -1

বাংলা১৩ নম্বর
ইংলিশ১০ নম্বর
পাটিগণিত১০ নম্বর
সাধারণ জ্ঞান১০ নম্বর
  লিখিত পরীক্ষা ৪৩ নম্বর 
ইন্টারভিউ৭ নম্বর
মোট ৫০ নম্বর

Syllabus 2

বাংলা২৫ নম্বর
ইংলিশ২৫ নম্বর
পাটিগণিত২৫ নম্বর
সাধারণ জ্ঞান১০ নম্বর
লিখিত পরীক্ষা৮৫ নম্বর
ইন্টারভিউ১৫ নম্বর
মোট১০০ নম্বর

নিয়োগ প্রক্রিয়া : গ্রাম পঞ্চায়েত দফতরে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হবে কোন পদে ৮৫ নম্বরে আর কিছু পদে ৪৩ নম্বরে। সমস্ত প্রশ্ন Mcq টাইপের প্রশ্ন আসবে। সর্বশেষে প্রার্থীদের ১৫ ও ৭ নম্বরের ইন্টারভিউ হবে।

কোন পদে কত নম্বরের পরীক্ষা হবে এবং সিলেবাস কি রয়েছে এই প্রতিবেদনের নিচে লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে প্রতিটি পিডিএফ ডাউনলোড করে দেখুন।

গুরুত্বপূর্ণ তথ্য – গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির প্রস্তুতি নিতে হবে সিলেবাস অনুযায়ী। যে পদে আবেদন করবেন এবং সেই পদের সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ এখানে দুটি সিলেবাস রয়েছে। প্রথম সিলেবাসে ৫০ নম্বর থাকবে। দ্বিতীয় সিলেবাসে ১০০ নম্বর রয়েছে।চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য পদগুলি যাচাই করে সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন।

প্রতিটি সিলেবাসDownload
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment