BDO অফিসের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ, WB ICDS Anganwadi Recruitment 2024

WB ICDS Anganwadi Recruitment 2024 – পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর কারণ এর পক্ষ থেকে নতুন করে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আবেদন শুরু হয়েছে নতুন করে। এছাড়াও যে জেলায় আবেদন শুরু হয়েছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন নথিভুক্ত করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS Anganwadi Recruitment 2024

কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে সে বিষয়ে বিস্তারিত নতুন লিস্ট নিম্নে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে। WB ICDS Anganwadi Recruitment 2024

বয়স সীমা কত – এখানে চাকরিপ্রার্থীদের বয়স 01/08/2024 তারিখ ভিত্তি করে চাকরি প্রার্থীর বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের কোনরকম ছাড় উল্লেখ করা নেই।

বেতন সীমা – অঙ্গনারী কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাময়িক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। যেমন কর্মীদের ক্ষেত্রে মাসিক ৪ হাজার ৫০০ টাকা। এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা হিসেবে ৪৫০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা – অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের বাধা উল্লেখ করা হয়নি।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দুটি পদের ক্ষেত্রেই যোগ্যতা একই উল্লেখ করা হয়েছে। কিন্তু বেতন দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা আছে। তাই প্রতিটি রাজ্যের ২৩টি জেলার যোগ্যতা একই রকম রয়েছে নতুন আবেদনের ক্ষেত্রে।

নিয়োগ প্রক্রিয়া কিভাবে – চাকরিপ্রার্থীদের এখানে মোট পরীক্ষার পূর্ণমান ১০০ রয়েছে। লিখিত পরীক্ষা ৯০ নম্বরের নেওয়া হবে সময় থাকবে ২ ঘন্টা। লিখিত পরীক্ষায় যে সকল চাকরিপ্রার্থী পাস করবেন তাদের সরাসরি মৌখিক পরীক্ষার জন্য তাকানো হবে। পাস করা প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস –
১) স্থানীয় ভাষায় ১৫০ শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয় একটি রচনা লিখতে হবে ১৫ নম্বরে।
২) সাধারণ জ্ঞানের প্রশ্ন ২০ নম্বরে হবে।
৩) পাটিগণিত (দশম শ্রেণীর মানের) প্রশ্ন হবে ২০ নম্বরের।
৪) জনস্বাস্থ্য পুষ্টি নারীর সামাজিক অবস্থান ও টীকাকরণ (শূন্য থেকে ছয় বছরের শিশু) বিজয়ক প্রশ্ন আসবে ১৫ নম্বরের।
৫) ইংরাজি সরল অনুবাদ দশম শ্রেণীর মানের প্রশ্ন আসবে প্রাথমিক জ্ঞানে ২০ নম্বরের।

আবেদন পদ্ধতি – সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত জানাতে হবে অফলাইনে। আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে মুখ বন্ধ ঘামে ভরে সরাসরি জমা করতে হবে। জমা দেওয়ার সময় নিজ নাম ও সম্পন্ন ঠিকানা লিখিত এবং পাঁচ টাকার ডাক টিকিট যুক্ত করে দিতে হবে খামে।

WB ICDS Anganwadi Recruitment 2024

আবেদনের শেষ তারিখ – আগামী ১৩ ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল তিনটা পর্যন্ত আবেদন জমা করতে পারবেন। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ অথবা প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে বুজে নিজের দায়িত্বে আবেদন করবেন।

NotificationDownload
নতুন চাকরি খবরClick Here

Leave a Comment