৮ টি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার নিয়োগ, WB ICDS New Syllabus 2024

WB ICDS New Syllabus 2024 : রাজ্যে চাকরিপ্রার্থীর জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করন বিভিন্ন সুসংহত শিশু বিকাশ প্রকল্পে আবেদন হয়েছিল। যারা আবেদন করেছেন তাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS New Syllabus 2024

অনলাইনে অথবা অফলাইনে আবেদন হয়েছে। সিলেবাস অনুযায়ী আটটি জেলায় পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা কত নম্বর মৌখিক পরীক্ষা কত নম্বর হবে? বিস্তারিত তথ্য নিম্ন উল্লেখ করা হয়েছে। WB ICDS New Syllabus 2024

  • কোন কোন জেলায় আবেদন হয়েছে :
  • পশ্চিম বর্ধমান
  • কালিম্পং
  • দার্জিলিং
  • মালদা
  • পুরুলিয়া
  • দক্ষিণ দিনাজপুর
  • আলিপুরদুয়ার
  • নর্থ ২৪ পরগনা

নতুন সিলেবাস দেখুন:
১) স্থানীয় ভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লেখুন(অষ্টম শ্রেণী মানের) – ১৫ নম্বর।
২) পাটিগণিত (অষ্টম শ্রেণীর মনের) – ২০ নম্বর।
৩) পুষ্টি,জনস্বাস্থ,নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন – ১৫ নম্বর।
৪) ইংরেজি (ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান), সরল অনুবাদ (অষ্টম/নবম শ্রেণীর) – ২০ নম্বর।
৫) সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে – ২০ নম্বর।

নতুন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য মোট ১০০ নম্বর রয়েছে। এর মধ্যে প্রথমে ৯০ নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশ করার পরে যোগ্য প্রার্থীদের ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষার সময় থাকবে ২ ঘন্টা।

নতুন সিলেবাস দেখুন : (অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে এই সিলেবাস উল্লেখ করা হয়েছে)
১) গণিত (দশম শ্রেণী মানের) – ১০ নম্বর।
২) পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন – ১০ নম্বর।
৩) ইংরেজি ভাষা ( দশম শ্রেণী মানের) ১০ নম্বর।
৪) সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে ৫ নম্বর।
প্রতিটি প্রশ্নপত্র MCQ ধরনের হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা ৩৫ নম্বর। অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর দেওয়া হবে। মৌখিক পরীক্ষা ৫ নম্বর। মোট ৫০ নম্বর।

আবেদন পদ্ধতি : কিছুদিন আগে অনলাইনে অথবা অফলাইনে আবেদন সম্পন্ন হয়েছে যারা আবেদন করেছেন তারা পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিন এবং আমাদের এই ওয়েবসাইটি প্রতিনিয়ত প্র্যাকটিস সেট গুলি দেওয়া হবে সেগুলি নজর রাখুন পরীক্ষার প্রস্তুতির জন্য।

টেলিগ্রাম গ্রুপJoin Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment