WB ICDS Worker And Helper Recruitment 2024 – পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করন বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের 23 টি জেলাতে আবেদন শুরু হয়েছে। কিছু জেলায় অনলাইনে আবেদন করতে হবে আর কিছু জেলায় অফলাইনে আবেদন করতে হবে। WB ICDS Worker And Helper Recruitment 2024
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য প্রার্থীর বয়স কি লাগবে। আবেদন মূল্য। বেতন সীমা। আবেদন পদ্ধতিসহ বিস্তারিত তথ্য ও নিম্নে উল্লেখ করা হয়েছে। WB ICDS Worker And Helper Recruitment 2024
পদের নাম = এখানে নতুন করে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু হয়েছে।
মোট শূন্যপদ কত = রাজ্যের ২৩ টি জেলা মিলে মোট শূন্য পদ ৩৫০০০ রয়েছে।
কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে নিচে দেখুন নাম দেওয়া হয়েছে।
১) মালদা
২) নর্থ চব্বিশ পরগনা
৩) পশ্চিম বর্ধমান
৪) কালিম্পং
৫) দার্জিলিং
৬) পুরুলিয়া
৭) দক্ষিণ দিনাজপুর
৮) আলিপুরদুয়ার
বয়স সীমা কত = ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা = এখানে মহিলা প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।
আবেদন পদ্ধতি = চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি সঠিকভাবে দেখে বুঝেশুনে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া = চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকানো হবে। ইন্টারভিউ পাস করা প্রার্থীদের সঠিকভাবে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ = আগামী 02/04/2024 তারিখ রাত্রি 11 টা পর্যন্ত আবেদন জানাতে পারবেন অনলাইনে।
মালদা | Download |
নর্থ 24 পরগনা | Download |
Whatsapp Join | Click Here |