ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ২, WB ICDS Worker & Helper Practice Set 2

WB ICDS Worker & Helper Practice Set 2 – পশ্চিমবঙ্গে ২০২৪ সালে নতুন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের। সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের সুবিধার জন্য বাছাই করা প্রশ্ন ও উত্তর আপলোড করা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতিদিন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়ে প্রাকটিস সেট দেওয়া হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নজরে দেখে নিতে পারবেন। খুব কম সময়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। WB ICDS Worker & Helper Practice Set 2

১) পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
উত্তর – ১৪ কোটি ৭০ লক্ষ কিমি।
২) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর – ৮ মিনিট ১৯ সেকেন্ড।
৩) পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে?
উত্তর – পাঁচটি।
৪) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর – জয়ী সেতু।
৫) পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়?
উত্তর – বীরভূম জেলার ময়ূরেশ্বর।
৬) মানুষের দেহে কোষ কত জোড়া ক্রোমোজোম থাকে?
উত্তর -২৩ জোড়া বা ৪৬ টি।
৭) ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর – ইথিলিন।
৮) কত খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব পাশ হয়?
উত্তর – ১৯৪২ খ্রিস্টাব্দে ৮ই আগস্ট।
৯) কোনটি ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার?
উত্তর – পরমশক্তি।
১০) কোন মহাদেশে ইন্টারনেটের ব্যবহার সবচেয়ে বেশি?
উত্তর – এশিয়া।

WB ICDS Worker & Helper Practice Set 2

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়ে এই প্রতিবেদনে জেনারেল নলেজ সম্পর্কিত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। প্রতিনিয়ত আপলোড করা হবে আপনারা এক নজরে দেখে নিবেন আপনাদের সুবিধার জন্য।

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
টেলিগ্রাম গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment