কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হলো, আবেদন পদ্ধতি দেখুন, WB Krishak Bandhu Online Appy Start 2024

WB Krishak Bandhu Online Appy Start 2024 : পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। বহুদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হতো। বিরাট সুযোগ নতুন আপডেট অনলাইনে আবেদন শুরু হল কৃষক বন্ধু প্রকল্পে। এখন থেকে বাড়িতে বসে নিজের মোবাইলে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Krishak Bandhu Online Appy Start 2024

কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে অনলাইনে। এছাড়াও যারা নতুন করে আবেদন করবেন কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনের মাধ্যমে তাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে। WB Krishak Bandhu Online Appy Start 2024

অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন পদ্ধতি:

১) সর্বপ্রথম গুগলে গিয়ে কৃষক বন্ধু সার্চ করতে হবে। কৃষক বন্ধু লেখার নিচে রেজিস্ট্রেশন ফর্ম অপশনে ক্লিক করতে হবে।
২) এরপর ভোটের নম্বর বসিয়ে চেক ভোটার অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর নিজের মোবাইল নম্বর বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে কনফার্ম otp-তে ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে।

আবেদনকারী প্রার্থীদের ৬টি ধাপে ফর্ম ফিলাপ করতে হবে। নিম্নে উল্লেখ করা হয়েছে ধাপ গুলির নাম।

  1. Farmer Details
  2. Profile Details
  3. Bank Details
  4. Address Details
  5. Cultivable Land Details

কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন আগে সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে অনলাইনে আবেদন করতে বসতে হবে। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে মনোযোগ সহকারে জানতে হবে।

সর্বপ্রথম এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন এবং এই প্রতিবেদনের নিচে অনলাইনে আবেদন করার লিংক দেওয়া হয়েছে সেখানে কি কি ডকুমেন্টস লাগবে উল্লেখ করা হয়েছে।

কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য নিজের ছবি, ভোটের কার্ড, আধার কার্ড, জমির খতিয়ান ইত্যাদি ডকুমেন্টস রেডি করে অনলাইনে আবেদন করুন।

Website LinkClick Here
Online ApplyClick Here

Leave a Comment