WBPSC ICDS Supervisor Syllabus 2024 : পশ্চিমবঙ্গে সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর। WBPSC ICDS সুপারভাইজার পদে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছেন অথবা অপেক্ষা করে আছে তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই WBPSC ICDS সুপারভাইজার সিলেবাস 2024 সম্পর্কে বিস্তারিত জানা উচিত।
WBPSC ICDS Supervisor Syllabus 2024
WBPSC ICDS সুপারভাইজার বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, বেতন ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে নিম্নে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে আবেদনকারী প্রার্থীদের জন্য। এই সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। WBPSC ICDS Supervisor Syllabus 2024
বয়স সীমা : চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য বয়স সর্বোচ্চ 39 বছরের মধ্যে হতে হবে। SC,ST,OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
বেতন সীমা : ICDS সুপারভাইজার পদে চাকরি হলে ২৭,০০০/- টাকা বেতন প্রদান করা হবে, চাকরিপ্রার্থীদের।
WBPSC ICDS Supervisor Syllabus দেখুন?
1. Preliminary Exam – 100 Marks
2. Mens Exam – 400 Marks
3. Viva Voce -50 Marks
প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন :
- মোট প্রশ্নের সংখ্যা ১০০ টি।
- প্রশ্নের ধরন MCQ – (অবজেটিভ টাইপ)
- সময় থাকবে – 1 ঘন্টা
- নেগেটিভ মার্কিং – Yes
মেইনস পরীক্ষার এক্সাম প্যাটার্ন :
Name of the Paper | Subject | Full Marks | Duration |
Paper I | English | 100 | 90 মিনিট |
Paper II | Bengali/Hindu/Urdu/Nepali/Santali | 100 | 90 মিনিট |
Paper II | General Studies & Current Affairs | 100 | 90 মিনিট |
Paper IV | Arithmetic | 100 | 90 মিনিট |
পরীক্ষার ভাষা দেখুন:
Paper III – ইংরেজি অথবা বাংলা
Paper IV – ইংরেজি অথবা বাংলা
শিক্ষাগত যোগ্যতা : চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম Graduate কমপ্লিট করে থাকতে হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
Website Link | Click Here |
নতুন চাকরি খবর | Click Here |