WBSETCL new recruitment 2024 – ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ( wbsetcl ) এর পক্ষ থেকে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের যে কোন জেলার থেকে ছেলেমেয়ে উভয়ই আবেদনযোগ্য।
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের অফিসে অ্যাপ্রেন্টিস হিসাবে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য বয়স, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়বেন। WBSETCL new recruitment 2024
পদের নাম :
Graduate apprentice ( electrical)
Technician আপারেন্টিস ( electrical)
এই সমস্ত পদে ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন।
বয়স সীমা :
প্রথম পদের ক্ষেত্রে আবেদনকারী সর্বনিম্ন ২২ বছর হতে হবে এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে আবেদনকারীকে সর্বনিম্ন ১৮ বছরের হতে হবে। বয়স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
বেতন সীমা : Graduate Apprentice (Electrical) পদে চাকরির প্রার্থীদের প্রতিমাসে ট্রেনিং অবস্থায় ৯,০০০/- টাকা দেওয়া হবে।
Technician Apprentice (Electrical) এই পদে প্রতিমাসে ট্রেনিং অবস্থায় ৮,০০০/- টাকা করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
চাকরি আকাঙ্খিত প্রার্থীদের প্রথমে অনলাইন প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে। এই প্রতিবেদনের শেষে আবেদনপত্র জমা করার লিংক দেওয়া আছে আপনি সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
২. SC/ST/OBC(A)/OBC(B) এর অন্তর্গত প্রার্থীদের, পশ্চিমবঙ্গের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা কাস্ট সার্টিফিকেটের স্ক্যান করা কপি, রেজিস্ট্রেশন নম্বর সহ wbsetclapprentice2024@gmail.com-এ ইমেলের মাধ্যমে পাঠাতে হবে নিচে উল্লেখিত ঘরগুলির সম্পূর্ণ বিবরণ দিয়ে
নিয়োগ প্রক্রিয়া : wbsetcl এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে মূলত দুটি পর্যায়ে-
প্রথমত, আবেদনকারী প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য এই প্রতিবেদনে অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কোথায় যেতে হবে আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিজ দায়িত্বে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।
দ্বিতীয় পর্যায়ে মনোনীত ব্যক্তিদের ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ : আগামী 27/03/2024 তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
Notification Pdf | Download |
Website link | CLICK HERE |
Online Apply | CLICK HERE |