West Bengal Chandrachur Sen Tops in 10th Exam 2024 – পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের প্রকাশের পর রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে কুচবিহার জেলার চন্দ্রচুর সেন।চন্দ্রচুর সেন রামভোলা হাই স্কুলের ছাত্র ছিলেন। মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে চন্দ্রচুর সেন পেয়েছে ৬৯৩ এবং ৯৯% নম্বর অর্জন করেছে। পশ্চিমবঙ্গে প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় সমস্ত বিষয়ের লিস্ট নিচে দেওয়া হয়েছে।
West Bengal Chandrachur Sen Tops in 10th Exam 2024
রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা থেকে সৌম্যপ্রিয় গুরু । মাধ্যমিকে ৭০০ এর মধ্যে ৬৯২ পেয়েছে এবং ৯৮% নম্বর অর্জন করেছে। সৌম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। West Bengal Chandrachur Sen Tops in 10th Exam 2024
রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে নয়রিত রঞ্জন পাল, পুষ্পিতা বাঁসুরি, উদয়ন প্রসাদ এই তিনজন ৭০০ নম্বরের মধ্যে ৬৯১ নম্বর পেয়েছে। নিচে দেখুন কার কত নম্বর রয়েছে।
মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নাম, নম্বর লিস্ট দেখুন।
Rank | Topper | Marks |
1st | চন্দ্রচুর সেন | 693 = 99% |
2nd | সৌম্যপ্রিয় গুরু | 692 = 98% |
3rd | নয়রিত রঞ্জন পাল, পুষ্পিতা বাঁসুরি, উদয়ন প্রসাদ | 691 |
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখার জন্য নিচের লিংকগুলিতে ক্লিক করুন এবং নিজের রোল নম্বর ও জন্মতারিখ বসিয়ে সাবমিট করুন।
Result Link – Click Here