পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভারত মিশনে কর্মী নিয়োগ|।West Bengal Swachh Bharat Mission Recruitment 2024

পশ্চিমবঙ্গের স্বচ্ছ ভারত মিশনের আওতায় বিশাল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি কি দীর্ঘদিন চাকরির অপেক্ষায় আছেন। তাহলে আর বেশি দেরি না করে আমাদের প্রতিবেদনটি ফলো করুন। এখানে চাকরি সম্বন্ধে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। (Swachh Bharat Mission 2024)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগ করি সংস্থার নাম:
রাজ্যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীন (Swachha Bharat mission Gramin) রাজ্যের জেলা স্তরে নিয়োগ।

আবেদনকারীদের শূন্য পদের নাম:
তিন ধরনের শূন্য পদ রয়েছে তিন ধরনের শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে।

নিয়োগ শূন্য পদগুলি:
১) ডেটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator)
২)ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর(District Coordinator)
৩)অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর(Assistant District Coordinator)

ডেটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator)

শিক্ষাগত যোগ্যতা: ডেটা এন্ট্রি অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: এই ডাটা এন্ট্রি পদের জন্য বয়স সীমা হল ৩৭ বছরের নিচে হলে প্রার্থীর আবেদন করতে পারবে।

বেতন: এই পদে মাসিক বেতন দেওয়া হবে ১১,৯০০/- টাকা।

ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর(District Coordinator)
শিক্ষাগত যোগ্যতা:  এই দৃষ্টিকরdinator পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কমপক্ষে স্নাতক পাস থাকতে হবে এবং সাথে  ডিপ্লোমা থাকতে হবে।

বয়স সীমা: এখানে বয়স কি না চাওয়ার   হয়েছে ২৫ থেকে ৩৫ বছর মধ্যে বয়স হতে হবে।

বেতন: এই পদের জন্য পদপ্রার্থীদের বেতন দেওয়া হবে  ২৭ হাজার টাকা মাসিক বেতন।

অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর(Assistant District Coordinator)
শিক্ষাগত যোগ্যতা:  এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার এর ওপর ডিপ্লোমা থাকতে হবে।

বয়স সীমা: এই পদের জন্য বল বয়স সীমা চাওয়া হয়েছে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন: মাসিক বেতন দেওয়া হবে ২৪ হাজার টাকা।

আবেদন পদ্ধতির নিয়ম:
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।

      প্রথমে একটি বৈধ মেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

     রেজিস্ট্রেশন করার পর নাম, ঠিকানা ,জেন্ডার, জন্ম তারিখ ,অভিভাবকের নাম ,শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে ভালো করে ফিলাপ করতে হবে।

       শেষে একটি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো  এবং সিগনেচার আপলোড করে সাবমিট দিতে হবে।

আবেদনের শেষ সময়:
এই পোস্টগুলো যেন আবেদন করার শেষ সময় হল ১৫ ই ফেব্রুয়ারি 2014 তারিখ শেষ সময়। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিস্ট দেখে আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট :Click Here
অফিসিয়াল নোটিফিকেশন:Download

Leave a Comment