গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাক্টিস সেট ২, বাছাই করা প্রশ্ন ও উত্তর দেখুন, WB Gram Panchayat Practice Set 2

WB Gram Panchayat Practice Set 2 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ৬,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে। আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat Practice Set 2

পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত বিষয়ক প্রশ্ন উত্তর নীচে আলোচনা করা হলো আজকের এই প্র্যাকটিস সেটে।

১) পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি পঞ্চায়েত আছে?
উত্তর – ৩,৩৫৪ টি।
২) গ্রাম পঞ্চায়েতের কর্তব্য ও ক্ষমতার সম্বন্ধে আইন গুলি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের কত ধারায় রয়েছে?
উত্তর – ১৯ থেকে ৩৪ ধারায়।
৩) গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর থাকে?
উত্তর – ৫ বছর।
৪) কত মাস অন্তর গ্রাম পঞ্চায়েতের মিটিং হয়?
উত্তর – এক মাস অন্তর।
৫) পঞ্চায়েতের সভাপতি এবং সহকারি সভাপতি কে কিভাবে বেতন দেওয়া হয়?
উত্তর – জেলা পরিষদের বেতন থেকে।
৬) কত সাল থেকে পঞ্চায়েত আইন কার্যকারী হয়েছে?
উত্তর – ১৯৭৪ সালের ১লা ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে।
৭) গ্রামের বিচার ব্যবস্থায় পরিচালক কি?
উত্তর – ন্যায় পঞ্চায়েত।
৮) গ্রাম পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর ও কি কি?
উত্তর – পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর থাকে। ১) জেলা পরিষদ ২) পঞ্চায়েত সমিতি ৩) গ্রাম পঞ্চায়েত।

৯) কর আদায়কারীদের কারা নিয়োগ করেন?
উত্তর – গ্রাম পঞ্চায়েত।
১০) পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা কখন এবং কিভাবে প্রবর্তিত হয়েছে?
উত্তর – পশ্চিমবঙ্গের বিধানসভায় হাজার ১৯৭৩ সালে নতুন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন পাশ হয়। ও আইনটি ১৯৭৪ সালের রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে। সেই আইন অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। যথা জেলা পর্যায়ে জেলা পরিষদ, ব্লক পর্যায়ে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত।

প্রতিনিয়ত আপনাদের সুবিধার জন্য আমরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট গুলি তৈরি করে এই ওয়েবসাইটে আপলোড করেছি। আপনারা এক মিনিট সময় নষ্ট করে প্রশ্নগুলি চোখ বুলিয়ে নাও পরীক্ষার প্রস্তুতির জন্য।

প্র্যাকটিস Set 1Click Here
Whatsapp GroupJoin Now

Leave a Comment